Just In
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি নাচো, জানুন দাম ও ফিচার্স
শীঘ্রই প্রিমিয়াম সেগমেন্টে কোম্পানির পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং। সেই লঞ্চের ঠিক আগেই মিডরেঞ্জ সেগমেন্টে গ্যালাক্সি এ সিরিজে নতুন ফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছে গ্যালাক্সি এ১২ নাচো। নতুন এই ফোনে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে ও কোম্পানির তৈরি এক্সিনোস প্রসেসর। এছাড়াও গ্যালাক্সি এ১২ নাচো ফোনে বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর দাম
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর দাম ১৭৯ ইউরো (প্রায় ১৫,৬৩০ টাকা)। সাদা, কালো ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই জার্মানিতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। ১৩ অগাস্ট সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচো স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে ৭২০x ১৫৬০ পিক্সেলস রেসোলিউশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনোস ৮৫০ চিপসেট। এর সঙ্গেই ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ দিয়েছে স্যামসাং। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও ১টিবি বাড়িয়ে নেওয়া সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব ওয়ান ইউআই স্কিন চলবে।
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর পিছনে রয়েছে মোট চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470