স্যামসাং লঞ্চ করলো চারটি ধামাকা স্মার্টফোন, আজ থেকে বিক্রি শুরু

|

স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। ওপ্পো। শাওমির মতো চীনা স্মার্টফোন কোম্পানিগুলি প্রায় রোজই লঞ্চ করছে ফিচার প্যাকড স্মার্টফোন। এর সাথেই রয়েছে নোকিয়া, ওয়ানপ্লাসের মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলিও। আর এই হাজারো কোম্পানির ভিড়ে নিজেদের বাজার কিছুটা হারিয়েছে এক সময় ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং।

স্যামসাং লঞ্চ করলো চারটি ধামাকা স্মার্টফোন, আজ থেকে বিক্রি শুরু

বিশেষ করে ভারতের বাজারে মিডরেজ সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। আর সেই মিডরেঞ্জ সেগমেন্টে নিজেদের বাজার শক্ত করতে একসাথে চারটি ফোন লঞ্চ করলো স্যামসাং। গতকাল মুম্বাইতে এক ইভেন্টে এই চারটি ফোন লঞ্চ করেছে স্যামসাং। এই চারটি ফোনেই রয়েছে ইনফিনিটি ডিসপ্লে ও লেটেস্ট ওরিও ৮.০ অপারেটিং সিস্টেম। দেখে নেওয়া যাক এই চারটি ফোনের স্পেসিফিকেশান।

Samsung Galaxy J6

Galaxy J6 এ রয়েছে HD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy J6 এর ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 7870 চিপসেট। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy J6 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi, GPS আর ব্লুটুথ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3000 mAh ব্যাটারি।

Samsung Galaxy J8

নতুন Galaxy J8 এ রয়েছে HD+ ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy J8 এর ভিতরে রয়েছে অক্টাকোর Snapdragon 450 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy J8 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi, GPS আর ব্লুটুথ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

Samsung Galaxy A6

গতকাল লঞ্চ হওয়া চারটি ফোনের তিন নম্বরটি Galaxy A6। Galaxy A6 এ রয়েছে ৫.৬ ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy A6 এর ভিতরে রয়েছে একটি অক্টাকোর প্রসেসার, সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy A6 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3000 mAh ব্যাটারি।

Samsung Galaxy A6+

Galaxy A6+ এ রয়েছে ৬ ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy A6+ এর ভিতরে রয়েছে একটি অক্টাকোর প্রসেসার, সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy A6 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

কত দাম? কোথায় পাবেন?

Galaxy J6 এর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে ১৬,৪৯০ টাকায়। অন্যদিকে Galaxy J8 পাওয়া যাবে ১৮,৯৯০ টাকা দামে। Galaxy A6 ফোনটির 32GB ভেরিয়েন্টের দাম ২১,৯৯০ টাকা আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২২,৯৯০ টাকা। আর সবথেকে দামি ফোন Galaxy A6+ কিনতে ছরচ হবে ২৫,৯৯০ টাকা।

Galaxy J8 ছাড়া আর বাকি সবকটি মডেল আজ থেকে বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। এছাড়াও ফোনগুলি পাওয়া যাবে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, পেটিএম মল অ্যাপেও। Galaxy J8 পাওয়া যাবে শুধুমাত্র অ্যামাজনে। আগামি ২০ জুন থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। পেটিএম মল অ্যাপে Galaxy A6 আর A6+ ফোনে পাওয়া যাবে ৩০০০ টাকার ক্যাশব্যাক। এছারাও লঞ্চ অফারে ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক অফার।

আজ থেকেই কিনতে পারবেন ওয়ানপ্লাস ৬আজ থেকেই কিনতে পারবেন ওয়ানপ্লাস ৬

Best Mobiles in India

Read more about:
English summary
The newly launched models include Galaxy J6, Galaxy J8, Galaxy A6 and Galaxy A6+.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X