দাম কমল স্যামসাং গ্যালাক্সি জে৭ নেক্সটের, মিলছে ৯,৯৯০ টাকায়

By Sabyasachi Chakraborty
|

গত বছর ডিসেম্বরে বাজারে এসেছিল Samsung Galaxy J7 Nxt ৩২ জিবি। সেই সময় তার দাম ছিল ১২ হাজার ৯৯০ টাকা। এটছাড়াও ১১ হাজার ৪৯০ টাকায় মিলছিল ১৬জিবির ফোনটি। সেটির দাম হাজার টাকা কমে ১০ হাজার ৪৯০ টাকা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার দুটি ফোনেরই দাম আরও বেশি কমালো স্যামসাং।

দাম কমল স্যামসাং গ্যালাক্সি জে৭ নেক্সটের, মিলছে ৯,৯৯০ টাকায়

মুম্বইয়ের রিটেলর মহেশ টেলিকমের ট্যুইট, J7 Nxt-এর ৩২ এবং ১৬জিবি ভেরিয়েন্টের দাম কমেছে। ১৬জিবি ভেরিয়েন্টের দাম ১০ হাজার ৪৯০ টাকা থেকে কমে হয়েছে ৯ হাজার ৯৯০ টাকা। ৩২জিবির যে ফোনের দাম ছিল ১২ হাজার ৯৯০ টাকা, তার দাম কমে এখন দাঁড়িয়েছে ১১ হাজার ৯৯০ টাকায়।

অবশ্য এই দাম কমারই ছিল। কারণ একই ফিচার্সের অন্যান্য সংস্থার ফোন এর থেকে অনেক কম দামেই বাজার কাঁপাচ্ছিল। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অফলাইনে কিনলেই এই ছাড় মিলছে। কারণ ফ্লিপকার্ট আর স্যামসাং শপে আগের দামেই মিলছে জে৭ নেক্সট।

এই দাম কমার বিষয়টি ছাড়াও ভোডাফোন ক্যাশব্যাক প্রোগ্রামের লিস্টেও কিন্তু এই ফোন রয়েছে। ২৪ মাস পর্যন্ত ফোন ব্যবহার করে এক্সচেঞ্জ করলে দেড় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ভোডাফোন। শর্ত একটাই প্রত্যেক মাসে ১৯৮ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে। ২৪ মাস পর Vodafone mPesa ওয়ালেটে টাকা দিয়ে দেওয়া হবে।

ভারতে লঞ্চ হল Sony Xperia L2ভারতে লঞ্চ হল Sony Xperia L2

ভোডাফোনের ১৯৮ টাকার প্ল্যানে এখন ১.৪জিবি ডেটা রোজ মিলছে। ২৫০ মিনিট পর্যন্ত ফ্রি ভয়েস কল। ১০০ এসএমএস রোজ ফ্রি। ২৮ দিনের ভ্যালিডিটি।

সুতরাং Galaxy J7 Nxt এর ১৬জিবির দাম কমেছে ৫০০ টাকা আর ৩২ জিবির দাম কমেছে হাজার টাকা। এছাড়াও Vodafone cash back অফারও রয়েছে এর সঙ্গে। স্যামসাং ফ্যানদের জন্য এটা নিঃসন্দেহে ভাল খবর।

Source

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy J7 Nxt 16GB and 32GB variants have received a price cut taking them to Rs. 9,990 and Rs. 11,990 from the previous pricing of Rs. 10,490 and Rs. 12,990. Notably, the 32GB variant of the smartphone was launched in December 2017. The device is also eligible for the Vodafone cash back offer.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X