Just In
আরও সস্তা হল এই বাজেট স্যামসাং ফোন
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম০১। বাজেট সেগমেন্টের গ্রাহকদের কথা মাথায় রেখে ভারতে এই ফোন নিয়ে এসেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হচ্ছিল ৮,৯৯৯ টাকা থেকে। সম্প্রতি অনেকটা সস্তা হয়েছে বাজেট সেগমেন্টের এই ফোন। ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজে গ্যালাক্সি এম০১ কিনতে ৮,৩৯৯ টাকা খরচ হবে। এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এম০১ এর দাম
আমাজন ওয়েবসাইটে এক পোস্টারে জানানো হয়েছে ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৮,৩৯৯ টাকা খরচ হবে। ১৮ অগাস্ট থেকে ন্তুন দামে এই ফোন বিক্রি শুরু করে দিয়েছে স্যামসাং। কালো, নীল ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। যদিও পাকাপাকিভাবে এই ফোনের দাম কমেছে না সাময়িকভাবে এই ফোনের দাম কমেছে? জানায়নি স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এম০১ স্পেসিফিকেশন
ডুয়াল সিম স্যামসাং গ্যালাক্সি এম০১ -এ থাকছে ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট রয়েছে। সঙ্গে রয়েছে ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ।
গ্যালাক্সি এম০১ -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোণাশশ, বাইডু, ও গ্যালিলিও। ফোনের ভিতরে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
নতুন ফোন লঞ্চ করে বাজেট সেগমেন্টে চিনা কোম্পানির বাড়বাড়ন্ত রুখতেই এই ফোন বাজারে এনেছিল স্যামসাং। এবার সেই ফোনের দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার কারণে স্যামসাং, রিয়েলমির মতো প্রতিযোগীরা দেশ চাপে পড়বে বলেই মনে করছে টেক বিশেষজ্ঞরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470