512GB স্টোরেজ আর 8GB RAM থাকবে এই ফোনে

|

শিঘ্রই নিজেদের প্রিমিয়াম নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করবে স্যামসাং। আর একাধিক লেটেস্ট ফিচার থাকবে নতুন Galaxy Note 9 এ। আর ইন্টারনেটে শোনা যাচ্ছে এই ফোনে থাকবে বিশাল 512GB স্টোরেজ আর 8GB RAM। যদিও একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে স্যামসাং এর এই প্রিমিয়াম ফোনটি। আশা করা হচ্ছে শুধুমাত্র সেরা ভেরিয়েন্টেই পাওয়া যাবে এই বিশাল স্টোরেজ। তবে একটু কম দামে 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টেও লঞ্চ হবে নতুন Galaxy Note 9।

512GB স্টোরেজ আর 8GB RAM থাকবে এই ফোনে

সম্প্রতি এক টুইটার পোস্টে জানা গিয়েছে বিশাল এই 512GB স্টোরেজ থাকবে নতুন Galaxy Note 9 এ। ফোনের এই বিশাল ইন্টারনাল মেমোরি অবশ্যই এই ফোনকে বাজারে অন্য ফোনের থেকে এগিয়ে রাখবে। এর আগে স্যামসাং এর খুব কম ডিভাইসেই এতো ইন্টারনাল মেমরি দেখা গিয়েছে। অ্যাপেল ও স্যামসাং এর টপ এন্ড ডিভাইসে এতোদিন 256GB পর্যন্ত মেমোরি পাওয়া যেত।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy Note 9 এ থাকবে 'টপ অফ দ্য লাইন’ সব স্পেসিফিকেশান। Galaxy Note 9 এর ভিতরে থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট 6GB / 8GB RAM, ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও Galaxy Note 9 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। Galaxy Note 9 এর পিছনে দেখা যাবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। আর থাকবে বিশাল 4000 mAh ব্যাটারি।

কিছুদিন আগেই কোম্পানির তরফে জানানো হয়েছে Galaxy Note 9 এ থাকবে কোম্পানির নিজস্ব অ্যাসিস্টেন্ট বিক্সবি ২.০। নতুন এই আপডেটেড ভার্সানে গ্রাহকরা অ্যাসিস্টেন্ট দিয়ে নিজের কন্ঠস্বর দিয়ে ব্যাবহার করতে পারবেন ফোনের সব ফিচার। যদিও এর সাথেই থাকবে গুগুলের নিজস্ব অ্যাসিস্টেয়ান্ট।

iPhone X এর এই এই ফিচারগুলি দেখা যাবে Mi 8 এiPhone X এর এই এই ফিচারগুলি দেখা যাবে Mi 8 এ

Best Mobiles in India

Read more about:
English summary
Galaxy Note 9 might come with an 8GB RAM and a 512GB internal storage

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X