Samsung Galaxy Note 9 এর দাম ফাঁস করে দিল এই ওয়েবসাইট

By GizBot Bureau
|

আগামী ৯ আগস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 9। লঞ্চের আগে ইন্টারনেটে একাধিক রিপোর্টে এই Samsung-এর এই প্রিমিয়াম ফোনের একাধিক ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তবে এতদিন এই ফোনের দাম জানা যায়নি। আর সম্প্রতি এক রিপোর্টে Galaxy Note 9 এর দাম ফাঁস হয়ে গেল। পোল্যান্ডের এক ওয়াবসাইট থেকে Galaxy Note 9 এর দাম জানা গিয়েছে। অন্য এক রিপোর্টে Galaxy Note 9 এর কালার ভেরিয়েন্টগুলি সম্পর্কে জানা গিয়েছে।

Samsung Galaxy Note 9 এর দাম ফাঁস করে দিল এই ওয়েবসাইট

পোল্যান্ডের েক ওয়েবসাইটে জানানো হয়েছে Samsung Galaxy Note 9 এর দাম হবে প্রায় ৭৯,৩০০ টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই দাম দিতে হবে।এই দাম কোম্পানির আগের Galaxy Note 8 ফোনের থেকে অনেকটাই বেশি। এই রিপোর্টে আরও বলা হয়েছে ৯ আগস্ট থেকে সেই দেশে Galaxy Note 9 এর প্রি অর্ডার শুরু হবে। আর ২৪ আওগশ্ত থেকে ফোন বিক্রি শুরু করবে Samsung।

ফাঁস হয়ে যাওয়া Samsung Galaxy Note 9 পোস্টার

৯ আগস্ট কোম্পানির লঞ্চ ইভেন্টের একটি পোস্টার টুইটারে ফাঁস হয়ে গিয়েছে। এই পোস্টারে লেখা Galaxy Note 9 ফোনকে 'নতুন সুপার পাওয়ারফুন নোট’ বলে আক্ষ্যা দেওয়া হয়েছে। এই পোস্টারে ছবিতে একটি নীল Samsung Galaxy Note 9 আর একটি সোনালী S Pen দেখা যাচ্ছে। নীল রঙের সাথেই নতুন Galaxy Note9 ফোনটি বাদামী রঙে লঞ্চ করা হবে। তবে সোনালী S Pen এর সাথে ম্যাচ করে সোনালী Galaxy Note9 লঞ্চ হবে কী না তা জানা যায়নি।

ফাঁস হয়ে যাওয়া এই পোস্টারে দেখা যাচ্ছে Samsung Galaxy Note9 এ S Pen রাখার জন্য একটি আলাদা স্লট থাকবে। এর সাথেই থাকবে মাইক্রোফোন, স্পিকার, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy Note 8 ফোনেও এই একই ডিনাইন দেখা গিয়েছিল।

এর সাথেই 2.5D কার্ভড গ্লাস ব্যবহার করে Galaxy Note 9 এর দুপাশে প্রিমিয়াম গ্লাস ডিজাইন ব্যবহার হতে পারে। এর সাথেই Galaxy Note 9 এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা, LED ফ্ল্যাশ ও হার্ট রেট সেন্সার। স্থান পরবর্তন করে Galaxy Note 9 এর ডুয়াল ক্যামেরার নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ব্যবহার করা হয়েছে।

তবে এই কোন খবরের সত্যতা স্বীকারব করেনি Samsung। ইন্টারনেটের বিভিন্ন রিপোর্ট থেকে এই খব জানা গিয়েছে। Galaxy Note 9 এর সব খব জানার জন্য ফোন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

5400 mAh ব্যাটারি সহ ১৯ জুলাই লঞ্চ হবে Xiaomi Mi Max 35400 mAh ব্যাটারি সহ ১৯ জুলাই লঞ্চ হবে Xiaomi Mi Max 3

Best Mobiles in India

Read more about:
English summary
The image posted by Slashleaks show the poster that has the ‘Galaxy Note 9’ logo on the top right corner and the handset in the middle along with the S Pen.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X