Galaxy S10 এ থাকবে দারুন এই ফিচার

|

বহু দিন ধরেই নিজেদের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যাবহারের জন্য চেষ্টা চালাচ্ছিল স্যামসাং। আগে শোনা গিয়েছিল Galaxy Note 9 এর লঞ্চ হবে নতুন প্রযুক্তির এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। কিন্তু এবার টেকনিকাল কারনে সেই পরিকল্পনা পরিবর্ত্নে বাধ্য হল কোরিয়ার টেক জায়েন্ট কোম্পানিটি।

Galaxy S10 এ থাকবে দারুন এই ফিচার

শোনা যাচ্ছে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10 এ প্রথম ব্যাবহার করা হবে এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আগামি বছরে লঞ্চ হবে স্যামসাং এর এই ফোন। কোম্পানইর জনপ্রিয় S সিরিজের দশম বর্ষপূর্তিতে এই ফোন লঞ্চ করবে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় এক রিপোর্টে জানানো হয়েছে Galaxy S10 এ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ব্যাবহার প্রায় নিশ্চিত। জনপ্রিয় কোম্পানি কোয়ালকম আলট্রাসনিক এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সাপ্লাই করবে স্যামসাং কে।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল এই টেকনোলজি S10 এ ব্যাবহার হবে কী না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কোতিয়ার কোম্পানিটি। আর নতুন এই রিপোর্টে জানানো হল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে S10 এ আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ব্যাবহার।

নিজের ফোন থেকে ব্লক করুন অবাঞ্ছিত কলনিজের ফোন থেকে ব্লক করুন অবাঞ্ছিত কল

এই প্রথম কোন বড় ফোন কোম্পানিকে সেন্সার সাপ্লাই করবে কোয়ালকম। এখন বাজারে অনেক স্মার্টফোনেই এই ফিচার দেখা যাচ্ছে। এই সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছে প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোন Vivo X21। এছাড়াও আশা করা হচ্ছে Mi 8 এও থাকবে এই ফিচার। তবে এই ফোঙ্গুলিতে ব্যাবহার করা হচ্ছে অপ্টিকার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানা। আর কোয়ালকমের এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজারে চলা এই অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে অনেক দ্রুত ও সঠিক রেজাল্ট দেবে। এই প্রযুক্তির মাধ্যমে থ্রি ডাইমেনশানাল ভাবে স্ক্যান করা হবে গ্রাহকের আঙুল।

২০১৯ সালের আগে লঞ্চ হবে না S10। আগামী বছর জানুয়ারি মাসে এই ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও খুব শিঘ্রই কোম্পানি লঞ্চ করবে নিজেদের প্রিমিয়াম নোট সিরিজের পরবর্তী ফোন Galaxy Note 9। আর সম্রতি এক খবরে জানা গিয়েছে এই ফোনে থাকবে কোম্পানির লেটেস্ট আইরিস স্ক্যানার।

এছাড়াও কোম্পানি লঞ্চ করবে Galaxy S9 এর লাইট ভার্সান। মস্প্রতি TENAA সার্টিফিকেশানে দেখা গিয়েছে এই ফোনটি। এই ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি QHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB RAM। তবে এই ফোন কবে লঞ্চ হবেতা জানায়নি স্যামসাং।

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy S10 will be company's first to flaunt the new tech.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X