ভারতে স্যামসাং গ্যালাক্সি এস ৮ এর নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ হল। ২০১৭ সালের ফ্ল্যাগশিপ এবার পাওয়া যাবে বার্গেন্ডি রেড কালার ভেরিয়েন্টে। সব রিটেল চ্যানেলে পাওয়া যাবে এই নতুন কালার ভেরিয়েন্ট। দাম ৪৯,৯৯০ টাকা।
স্যামসাং ইন্ডিয়ার গেনারেল ম্যানেজার আদিত্য বব্বর জানিয়েছেন, " লঞ্চের এক বছর পরেও এখনো গ্যালাক্সি এস ৮ বেস্টসেলিং ফোন। নতুন বার্গেন্ডি রেড কালার ভেরিয়েন্ট গ্রাহকদের সেই অভিজ্ঞতাতে যোগ করবে নিজস্বতার ছোঁয়া।"
নতুন এই বার্গেন্ডি রেড ছাড়াও গ্যালাক্সি এস ৮ পাওয়া যাচ্ছে মিডনাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড, অরকিড গ্রে কালার ভেরিয়েন্টে।
স্যামসাং গ্যালাক্সি এস ৮ এ রয়েছে ৫.৮ ইঞ্চি Super AMOLED QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 8895 প্রসেসার। এছাড়াও রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি।
গ্যালাক্সি এস ৮ এ রয়েছে ডুয়াল পিক্সেল 12MP ক্যামেরা। সাথে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও এই ক্যামেরায় তোলা যাবে RAW ইমেজ। এই ফোনে রয়েছে 8MP সেলফি ক্যমেরা।
গ্যালাক্সি এস ৮ এ রয়েছে 3000mAh ব্যাটারি সাথে রয়েছে ফাস্ট চার্জিং। এছাড়াও এই ফোনে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে অ্যানড্রয়েড ওরিও।
নোকিয়া ২০১০-র মডার্ন ভার্সান আনতে চলেছে এইচএমডি
Gizbot - আপনাকে নটিফিকেশন পাঠাতে চায়. Subscribe to Bengali Gizbot.