নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে Galaxy S9 আর S9+

By GizBot Bureau
|

অনেকদিন ধরেই ভাবছেন Salaxy S9 অথবা S9+ ফোনটি কিনবেন? তহাওলে আপনার জন্য সুখবর। এবার দারুন একটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে স্যামসাং এর এই ফ্যালশিপ। এক রিপোর্টে জানা গিয়েছে ভারতে সানরাইজ গোল্ড কারান ভেরিয়েন্টে লঞ্চ হবে Galaxy S9 আর S9+। ইতিমধ্যেই আস্ট্রেলিয়া, চিলি, গার্মানি, হংকং, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, স্পেন, তাইওয়ান, ও সৌদি আরবে Galaxy S9 আর S9+ এর সানরাইজ গোল্ড ও বার্গেন্ডি রেড কালার ভেরিয়েন্ট দুটি পাওয়া যায়।

নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে Galaxy S9 আর S9+

স্যামসাং এর আগের লঞ্চ থেকেই মনে করা হচ্ছে নতুন এই সানরাইজ গোল্ড কালার ভেরিয়েন্টের Galaxy S9 আর S9+ এর দাম সাধারন Galaxy S9 আর S9+ এর দামের সমান হবে। এছাড়াও অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই এই মডেল পাওয়া যাবে। যদিও Galaxy S9 আর S9+ এর নতুন এই কালার ভেরিয়েন্ট কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে মনে করা হচ্ছে জুলাই মাসে শুরুর দিকেই লঞ্চ হবে Galaxy S9 আর S9+ এর নতুন কালার ভেরিয়েন্ট।

প্রসঙ্গত গত বছরে লঞ্চ হয়েছিল স্যামসাং এর ফ্ল্যাগশিপ Galaxy S9 আর S9+। এই ফোনের ক্যামেরার অ্যাপারচার বদল করা যায়। ভারতের বাজারে এর আগে এই ফিচার অন্য কোন ফোনে দেখা যায়নি। আসুন দেখে নেওয়া যাক Galaxy S9 আর S9+ এর সম্পুর্ণ স্পেসিফিকেশান।

Galaxy S9 আর S9+ স্পেসিফিকেশান

স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। গত বছরের থেকে কমেছে বেজেলের সাইজ। স্যামসাং জানিয়েছে তারা এই বছরের স্যামসাং গ্যালাক্সি S9 এর ডিসপ্লেতে যোগ করেছে এক্সট্রা ব্রাইটনেস।

ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।

স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও এই ক্যামেরায় রেকর্ড করা যাবে স্লো-মো ভিডিও। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও রয়েছে 2X টেলিফটো সেকেন্ডারি ক্যামেরা। দুটি রিয়ার ক্যামেরাতেইরয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

ভারতের বাজারে Samsung-এর কয়েকটি লেটেস্ট Android Nougat স্মার্টফোনভারতের বাজারে Samsung-এর কয়েকটি লেটেস্ট Android Nougat স্মার্টফোন

Best Mobiles in India

Read more about:
English summary
Galaxy S9/S9+ will be available in Sunrise Gold color in the near future, the company is expected to launch in either June or July of 2018.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X