নতুন রঙে পাওয়া যাচ্ছে Galaxy S9 আর S9+

|

নতুন রঙে বাজারে এল স্যামসাং গ্যালাক্সি S9 আর S9+। সম্প্রতি আইস ব্লু রঙে লঞ্চ হয়েছে স্যামসাং ফ্ল্যাগশিপ। ডুয়াল টোন গ্রেডিয়ান্টে পাওয়া যাবে নতুন কালার ভেরিয়েন্ট। আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে আইস ব্লু গ্যালাক্সি S9 আর S9+। শুধুমাত্র 128GB স্টোরেজে পাওয়া যাবে নতুন রঙের ফোনটি।

নতুন রঙে পাওয়া যাচ্ছে Galaxy S9 আর S9+

প্রসঙ্গত গত বছরে লঞ্চ হয়েছিল স্যামসাং এর ফ্ল্যাগশিপ Galaxy S9 আর S9+। এই ফোনের ক্যামেরার অ্যাপারচার বদল করা যায়। ভারতের বাজারে এর আগে এই ফিচার অন্য কোন ফোনে দেখা যায়নি। আসুন দেখে নেওয়া যাক Galaxy S9 আর S9+ এর সম্পুর্ণ স্পেসিফিকেশান।

স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। গত বছরের থেকে কমেছে বেজেলের সাইজ। স্যামসাং জানিয়েছে তারা এই বছরের স্যামসাং গ্যালাক্সি S9 এর ডিসপ্লেতে যোগ করেছে এক্সট্রা ব্রাইটনেস।

ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।

স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও এই ক্যামেরায় রেকর্ড করা যাবে স্লো-মো ভিডিও। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও রয়েছে 2X টেলিফটো সেকেন্ডারি ক্যামেরা। দুটি রিয়ার ক্যামেরাতেইরয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung introduces Galaxy S9 and S9+ Ice Blue Gradient colour variant

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X