গ্যালাক্সি এস২০ সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এল স্যামসাং

By Gizbot Bureau
|

গ্যালাক্সি এস২০ সিরিজে তিনটি নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং। মঙ্গলবার কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২০, স্যালাক্সি এস২০ প্লাস ও গ্যালাক্সি এস২০ আলট্রা। এই তিন ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। এই প্রথম এই উচ্চমানের ডিসপ্লের ফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এর মধ্যে গ্যালাক্সি এস২০ আলট্রা -র পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে।

 
গ্যালাক্সি এস২০ সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এল স্যামসাং

গ্যালাক্সি এস২০ সিরিজের সাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হবে। যদিও ভারতে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস২০ -তে রয়েছে ৬.২ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও গ্যালাক্সি এস২০ প্লাস -এ রয়েছে ৬.৭ ইঞ্চি ও গ্যালাক্সি এস২০ আলট্রা -তে রয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। এই তিন ফোনের ভিতরেই রয়েছে এক্সিনস ৯৯০ অথবা স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। গ্যালাক্সি এস২০ -তে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। গ্ল্যালাক্সি এস২০ প্লাসে রয়েছে ১২জিবি র‍্যাম ও ৫১২গব স্টোরেজ অন্যদিকে গ্যালাক্সি এস২০ আলট্রাতে রয়েছে ১৬ জিবি র‍্যাম ও ৫১২জিবি স্টোরেজ।

 

গ্যালাক্সি এস২০ -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকছে। এই ক্যামেরার সঙ্গেই গ্যালাক্সি এস২০ প্লাসের কোয়াড রিয়ার ক্যামেরায় থাকছে একটি ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই দুই ফোনে রয়েছে একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

অন্যদিকে গ্যালাক্সি এস২০ আলট্রার কোয়ার ক্যামেরায় একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সঙ্গে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

গ্যালাক্সি এস২০ -তে থাকছে একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে গ্যালাক্সি এস২০ প্লাসে রয়েছে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই দুই ফোনে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে গ্যালাক্সি এস২০ আলট্রাতে রয়েছে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Launches Galaxy S20 Series At Unpacked 2020 Event

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X