স্যামসাং এর এই রেফ্রিজারেটারে রয়েছে একটি ২১ ইঞ্চি ডিসপ্লে

By GizBot Bureau
|

ভারতের রেফ্রিজারেটার বাজারে বিপ্লব এনে বুধবার নতুন একটি রেফ্রিজারেটার লঞ্চ করল স্যামসাং। স্যামসাং এর নতুন Family Hub 3.0 রেফ্রিজারেটারে একটি 21 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে। Family Hub 3.0এর দাম ২,৮০,০০০ টাকা। নতুন এই ৮১০ লিটার রেফ্রিজারেটারে 'টিপল কুলিং সিস্টেম’ থাকবে। Family Hub 3.0-এর ২১ ইঞ্চি টাচস্ক্রিন এ কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Bixby সাপোর্ট থাকবে। Bixby ভয়েস কন্ট্রোলের মাধ্যমেই এই রেফ্রিজারেটার দিয়ে এমন কাজ করা যাবে যে কোন সাধারণ রেফ্রিজারেটারে করা অসম্ভব।

স্যামসাং এর এই রেফ্রিজারেটারে রয়েছে একটি ২১ ইঞ্চি ডিসপ্লে

কোম্পানির নিজস্ব অনলাইন স্টোর আর Amazon.in থেকে Family Hub 3.0 প্রি-বুকিং করা যাবে। এই রেফ্রিজারেটার প্রি-বুক করলে একটি Samsung Galaxy S9 বিনামূল্যে পাওয়া যাবে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে স্যামসাং। স্যামসাং ইন্ডিয়া ডিরেক্টর সৌরভ কাটয়াল বলেন, “Family Hub এর মাধ্যমে গ্রাহকরা এমন সব কাজ করতে পারবেন যা সাধারণ রেফ্রিজারেটারে করা সম্ভব না।”

“কোম্পানির SmartThing ইকোসিস্টেমের সাথে এই রেফ্রিজেরাটার কাজ করবে। রেফ্রিজারেটারের মাধ্যমে সব কানেক্টেড ডিভাইস কন্ট্রোল করতে পারবেন গ্রাহক। রেফ্রিজারেটার স্ক্রিন থেকে স্মার্টফোন, Flex Wash ওয়াশিং মেশিনের ম,অতো একাধিক ডিভাইস কন্ট্রোল করা যাবে। Bixby ব্যবহার করে এই রেফ্রিজারেটার থেকে কন্ঠস্বর দিয়ে বাড়ির একাধিক ডিভাইস কন্ট্রোল করা সম্ভব।” বলেন কাটয়াল।

রেফ্রিজারেটারের ভিতরে ব্যবহার করা ক্যামেরা দিয়ে রেফ্রিজারেটারের ভিতরের খাবার ডিজিটালি লেবেল করে রাখা সম্ভব। সেখানেই যে কোন খাবার কবে নষ্ট হয়ে যাচ্ছে তা লিখে রাখা যাবে। স্মার্টফোন থেকে যে কোন জায়গায় বসে এই রেফ্রিজারেটারের ভিতরে কী খাবার আছে তা জেনে নেওয়া যাবে। এর মাধ্যমেই বাজারে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বার করে ফ্রিজে কোন খাবার রয়েছে তা দেখে নেওয়া যাবে। এছাড়াও যে কোন সময় স্মার্টফোন থেকে রেফ্রিজারেটারের ডিসপ্লে তে যে কোন নোট রাখা যাবে।

এর সাথেই এই রেফ্রিজারেটার বাড়ির প্রত্যেকের গলার আওওয়াজ আলাদা ক্লরে চিনতে পারবেন। এর সাথেই সকাল বেলা খবরের কাগজ পড়ে দেওয়া থেকে, আবহাওয়ার খবর সব বলে দেবে এই রেফ্রিজারেটার। স্মার্টফোন থেকে যে কোন কনটেন্ট Family Hub 3.0 এর ডিসপ্লেতে স্ট্রিম করতে পারবেন।

বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কীভাবে?বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কীভাবে?

Best Mobiles in India

Read more about:
English summary
The "Family Hub works with Samsung's "SmartThings" ecosystem, allowing users to control and monitor their connected appliances -- Flex Wash washing machine and smartphone -- from the refrigerator's screen.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X