ভারতে এই সুপারফাস্ট SSD পোর্টেবেল ড্রাইভ লঞ্চ করল Samsung

By GizBot Bureau
|

কয়েকদিন আগেই বার্লিনে নতুন সুপারফাস্ট পোর্টেবেল ড্রাইভ Samsung Portable SSD X5 লঞ্চ করেছিল Samsung। এবার ভারতে লঞ্চ হল এই প্রোডাক্ট। SSD X5 এ রয়েছে লেটেস্ট Thunderbolt 3 কানেক্টিভিটি। এই পোর্টের মাধ্যমেই SSD X5 দিয়ে 2,800 Mb/s স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। যা সাধারন SSD এর তুলনায় ৫.২ গুন বেশি।

ভারতে এই সুপারফাস্ট SSD পোর্টেবেল ড্রাইভ লঞ্চ করল Samsung

4k ভিডিও এডিটিং এর জন্য বিশেষভাবে তৈরী হয়েছে এই ড্রাইভ। SSD X5 ড্রাইভে 20GB 4K UHD ভিডিও ট্রান্সফার করতে মাত্র ১২ সেকেন্ড সময় লাগবে বলে জানিয়েছে Samsung। সব থেকে বেশি রেসোলিউশানের ভিডিও ট্রান্সফারেও বেইশেষ সময় লাগবে না। এর সাথেই নতুন এই পোর্টেবেল ড্রাইভের সব ডাটা এনক্রিপ্ট করে রাখবে কোম্পানি। এর ফলেই Samsung Portable SSD X5 ড্রাইভে থাকা সব তথ্য সুরক্ষিত থাকবে।

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Samsung Portable SSD X5। 500GB, 1TB ও 2TB স্টোরেজে এই ড্রাইভ পাওয়া যাবে। ভারতে ২৭,৯৯৯ টাকা থেকে Samsung Portable SSD X5 এর দাম শুরু হবে। 500GB মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৮,৯৯৯ টাকা। আর প্রিমিয়াম 2TB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৯৭,৯৯৯ টাকা। এই সবকটি স্টরেজ ভেরিয়েন্টেই তিন বছরের ওয়্যারিন্টি দেবে Samsung।

হাই রেসোলিউশান ছবি, 4K ভিডিও নিয়ে কাজ করার সময় দারুন কাজে লাগবে Samsung Portable SSD X5। এই ড্রাইভে Thunderbolt 3 কানেক্টিভিটি সাপোর্ট করে। Thunderbolt 3 এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 40GB ডাটা ট্রান্সফার করা যায়। Samsung দাবি করেছে Portable SSD X5 ড্রাইভে 2,800 MBps পর্যন্ত রিড স্পিড পাওয়া যাবে। যা যে কোন হার্ড ডিক্সের থেকে 25.5 গুন বেশি।

Portable SSD X5 ড্রাইভের সাথে একটি সফটওয়্যার দেবে Samsung। এই সফটওয়্যার ব্যবহার করে ড্রাইভে ডাটা এনক্রিপ্ট করে রাখা যাবে। Samsung Portable SSD X5 এর ওজন মাত্র 150 গ্রাম।

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung launches NVMe-based portable SSD X5 with Thunderbolt 3 connectivity in India for a price starting at Rs 27,999

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X