তারিখ লিখে রাখুন: তেসরা অক্টোবর লঞ্চ করছে ডুয়াল ক্যামেরার Motorola Moto X4

ডুয়াল ক্যামেরার মোটোরোলা মোটো এক্স ফোর বাজারে আসছে আগামী তেসরা অক্টোবর

By Sabyasachi Chakraborty
|

গতকালই আমরা জানিয়ে দিয়েছিলাম মোটোরোলা Moto X4 লঞ্চ করছে বাজারে। কিন্তু এবার সরাসরি সংস্থার কাছ থেকেই ইনভিটেশন এসেছে। তাতেই বলা হয়েছে, আগামী তেসরা অক্টোবর লঞ্চ করছে এই ফোন।

তেসরা অক্টোবর লঞ্চ করছে ডুয়াল ক্যামেরার Motorola Moto X4

আইএফএ ২০১৭-তে Moto X4-কে জনসমক্ষে আনা হয়েছে। স্মার্টফোনটির রিয়ার ডুয়াল ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার, f/2.0। সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেনস, অ্যাপারচার f/2.2, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সেন্সর। এছাড়াও রয়েছে ডুয়াল LED flash, PDAF সহ অন্যান্য ফিচার্স।

ক্যামেরায় রয়েছে ল্যান্ডমার্ক ডিটেকশন অ্যাপ্লিকেশন। এতে কোনও সাবজেক্টের ওপর লেন্সের ফোকাস আরও বেশি হয়। সাবজেক্টকে আরও ভাল ভাবে দেখার জন্য এই অ্যাপ।

Moto X4-এ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সঙ্গে সেলফি ফ্ল্যাশ। অ্যাপারচার f/2.0। এছাড়াও সেলফি প্যানোরামা, ফেস ফিল্টার্স, অ্যাড অ্যানিমেশন, অ্যাডাপটিভ লো লাইট মোডের মতো নানান ফিচার্স রয়েছে।

এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে এবার ব্যাবহার করতে পারবেন UPI পেমেন্টএয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে এবার ব্যাবহার করতে পারবেন UPI পেমেন্ট

অন্যান্য ফিচার্সের মধ্যে Motorola Moto X4-এ রয়েছে ৫.২ ইঞ্চির FHD 1080 পিক্সেল ডিসপ্লে, octa-core Qualcomm Snapdragon 630 প্রসেসর, ৩GB RAM এবং ৩২GB ইন্টারনাল স্টোরেজ।

টার্বো পাওয়ার চার্জিং ওয়ালা ৩ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে মোটোরোলার এই সিরিজের স্মার্টফোনে।

কার্ভি বডিতে মেটাল স্মুদ ফিনিশ রয়েছে মোটো এক্স ফোরে। থাকছে। অ্যানোডাইজড অ্যালুমনিয়াম ফ্রেম ও গোরিলা গ্লাস প্রোটেকশন।

Best Mobiles in India

Read more about:
English summary
The Motorola Moto X4 is powered by a Snapdragon 630 processor clubbed with 3GB of RAM.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X