Just In
ফোন ছোঁয়ালেই পেমেন্ট হবে, ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এল এসবিআই
এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন? সম্প্রতি ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 'এসবিআই কার্ড' পে ফিচার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। নতুন ফিচারে পিওএস থেকে স্মার্টফোনের ছোঁয়ায় পেমেন্ট করা যাবে। এই জন্য স্মার্টফোনে এসবিআই কার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে। স্মার্টফোনের এনএফসি ব্যবহার করে এই পেমেন্ট হবে। ফলে যে সব স্মার্টফোনে এনএফসি নেই সেই সব ফোন থেকে নতুন 'এসবিআই কার্ড পে’ কনট্যাক্টলেস পেমেন্ট ফিচার ব্যবহার করা যাবে না। এই জন্য পেমেন্টের সময় গ্রাহকের সাথে ক্রেডিট কার্ড থাকা বাধ্যতামূলক নয়। কোন পিনের প্রয়োজন হবে না।

হোস্ট কার্ড এমুলেশন প্রযুক্তি ব্যবহার করে নতুন এসবিআই কার্ড পে ফিচার কাজ করবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের নিয়ার ফিল্ড কমিউনিকেশন ব্যবহার করে সুরক্ষিত ভাবে পেমেন্ট করা সম্ভব হবে। নতুন পেমেন্ট ফিচার লঞ্চের সময় এই কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
“এই প্রথম ভারতে এই ধরনের পেমেন্ট এল। এসবিআই কার্ড মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের ক্রেডিট কার্ড লিঙ্ক করে গ্রাহক কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন।” এই বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর আর সিইও হার-দয়াল প্রসাদ জানিয়েছেন এসবিআই পে ব্যবহার করে সর্বোচ্চ কত লেনদেন করা যাবে তা গ্রাহক নিজেই ঠিক করে নিতে পারবেন।
এই মুহুর্তে অন্যান্য কনট্যাক্টলেস পেমেন্টে একটি লেনদেনে ২,০০০ টাকা আর দিনে মোট ১০,০০০ টাকা লেনদেন করা যায়।
নতুন এসবিআই কার্ড পে ফিচার ব্যবহারের জন্য স্মার্টফোন অ্যাপে গ্রাহকের এসবিআই কার্ড কানেক্ট করতে হবে। এছাড়াও স্মার্টফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার থাকতে হবে। এর পরে পিওএস পেমেন্টের সময় স্মার্টফোন পিওএস যন্ত্রের উপরে নিয়ে এলেই পেমেন্ট হয়ে যাবে। আপাতত ভিসা কার্ড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনে অ্যানড্রয়েড কিটক্যাট অথবা তার বেশি ভার্সানের অপারেটিং সিস্টেম থাকতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470