সুরক্ষায় বড় ফাঁক! এখনই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বদলে নিন

By Gizbot Bureau
|

আপনি যদিও এসিটি ব্রডব্যান্ড গ্রাহক হন তবে আপনার নেটওয়ার্ক কানেকশনের সুরক্ষায় বড় গাফিলতি রয়েছে। সুরক্ষিত থাকতে এখনই রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড এখনই বদলে নিন। সম্প্রতি হাফপোস্ট ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্টে এই পরামর্শ দিয়েছেন করন সাইনি নামের এক সুরক্ষা বিশেষজ্ঞ। এখনই রাউটারের পাসওয়ার্ড বদল না করলে আপনার নেটওয়ার্কের সুরক্ষার সাথে আপোষ হবে।

সুরক্ষায় বড় ফাঁক! এখনই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বদলে নিন

সাইনি জানিয়েছেন, সব নেটওয়ার্ক রাউটার কেনার সময় একটি ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড থাকে। এই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে রাউটার সেটিংস ব্যবহার করা যায়। ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড বদল না করলে একই নেটওয়ার্কে অন্য সদস্যরা আপনার রাউটারের দখল নিতে পারেন।

টেলিকম রেগুলেটরি অথোরিটির প্রকাশ করা তথ্য অনুযায়ী ভারতের তৃতীয় বৃহত্তম ব্রডব্যান্ড কোম্পানি এসিটি ব্রডব্যান্ড। বিএসএনএল ও এয়ারটেল ব্রডব্যান্ডের পরেই গ্রাহক সংখ্যায় তিন নম্বরে রয়েছে এই কোম্পানি।

আপনার বাড়ির সব ইন্টারনেট ডেটা রাউটার হয়ে যায়। তাই রাউটারের দখল নিতে পারলে আপনার কানেকশনের সম্পূর্ণ দখল নিতে পারবেন কোন ব্যক্তি।

ওয়াইফাই সেটিংসে লগ ইন করার ডিফল্ট পাসওয়ার্ড থাকে। ওয়াইফাই পাসওয়ার্ডের থেকে আলাদা এই পাসওয়ার্ড। এই প্রত্যেক রাউটার মডেলের একটি নির্দিষ্ট পাসওয়ার্ড থাকে। তাই এই পাসওয়ার্ড ব্যবহার করে নেটওয়ার্কে অন্য যে কোন ব্যক্তি আপনার ইন্টারনেটের দখল নিতে পারে। ওপেন ইন্টারনেট থেকে এসিটি রাউটার ম্যানেজমেন্ট পোর্টাল ব্যবহার করা সম্ভব।

হার্ড কোডেড এই পাসওয়ার্ড রাউটার প্রস্তুতকারী সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ হয়। গ্রাহক চাইলে এই পাসওয়ার্ড বদলে নিতে পারবেন। গুগল সার্চে রাউটার মডেল দিয়ে সহজেই কীভাবে রাউটারের পাসওয়ার্ড বদল করা যায় তা দেখে নিতে পারবেন।

পাসওয়ার্ড পরিবর্তন না করলে আপনার অনলাইন জীবনের সুরক্ষা প্রশ্নের সামনে থাকবে। তাই হ্যাকারদের থেকে দূরে থাকতে এখনই রাউটারের লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Security Issue Found On ACT Broadband That Might Affect WiFi Users: Change Your Password Now

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X