আলি এক্সপ্রেস, ও ক্লাব ফ্যাকট্রি থেকে জিনিস কেনেস? আপনার জন্য রয়েছে খারাপ খবর

|

চিনের আলি এক্সপ্রেস ও ক্লাব ফ্যাকট্রির মতো ইকমার্স ওয়েবসাইটগুলি বেশি জনপ্রিয়। বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই ধরনের ওয়েবসাইগুলি থেকে। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনেক কম দামে জিনিস পাওয়া যায় চিনের ই-কমার্স পোর্টালগুলি থেকে।

 
আলি এক্সপ্রেস, ও ক্লাব ফ্যাকট্রি থেকে জিনিস কেনেস? আপনার জন্য রয়েছে

তাই এই দেশে বেশ জনপ্রিয় এই ধরনের ওয়েবসাইটগুলি। আপনি নিয়মিত এই ধরনের চীনের ওয়েবসাইট থেকে জিনিস কীনে থাকলে আপনার জন্য একটি বেশ খারাপ খবর রয়েছে। ভারত সরকার এই ধরনের ওয়েবসাইট থেকে কেনাকাটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে। কিন্তু কেন? দেখে নিন।

১। কেন্দ্রের এই সিদ্ধানে আলিবাবা, শেইন, ক্লাব ফ্যাকট্রি, আলি এক্সপ্রেস। উইস সহ একাধিক চিনের ওয়েবসাইট থেকে কেনাকাটা বন্ধ হবে।

 

২। এই সব ওয়েবসাইটে বিভিন্ন জিনিসের দাম অ্যামাজন, ফ্লিপকার্টে একই প্রোডাক্টের থেকে ৫০% থেকে ৬০% কম হয়।

৩। ভারত সরকার বিদেশ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত উপহার আনতে দেয়। কুরিয়ারে এই উপহার পাঠালে উপহারের উপরে দাম লিখে রাখা বাধ্যতামুলক। যা এই কোম্পানিগুলি করে না।

৪। বিভিন্ন চিনের ওয়েবসাইট ভারত থেকে কেনা জিনিস শিপিং এর সময় গিফট হিসাবে তা চিহ্নিত করে।

৫। শিঘ্রই ই-কমার্স ব্যবসা আইনের নতুন খসড়া প্রকাশ করবে কেন্দ্র।

৬। নতুন নিয়মে কসকেটিক প্রোডাক্টের দাম বাড়বে বলে জানা গিয়েছে।

৭। চিনের ওয়াবসাইটগুলি ভারতে বিক্রি হওয়া জিনিসের উপর পণ্য পরিষেবা কর দেয় না।

৮। চিনের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টগুলি ভারতে বিক্রি হয় সেখানে কোন এমআরপি লেখা থাকে না।

৯। গ্রাহকের সরকারী পরিচয়পত্র ছাড়াই এই প্রোডাক্টগুলি কেনা যায়। তাই বিদেশ ত্থেকে কে কত টাকার জিনিস কিনল তা বুঝতে পারে না সরকার।

Best Mobiles in India

Read more about:
English summary
Here's all you need to know why this 'cheap shopping' on Chinese e-commerce websites/apps is about to end and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X