করোনাভাইরাস রুগী চিনতে স্মার্ট হেলমেট ব্যবহার করছে চিনের পুলিশ

By Gizbot Bureau
|

সম্প্রতি কিছু পুলিশ অফিসারকে নতুন হেলমেট দিতে শুরু করেছে চিনের কমিউনিস্ট সরকার। এই হেলমেট প্রায় কোন ভাবেই ভাঙা সম্ভব হবে না। দুর্দান্ত টেকসই এই হেলমেটগুলিতে থাকছে বিশেষ স্মার্ট ফিচার। এই উপায়ে হেলমেটের মাধ্যমেই থার্মাল ইমেজ দেখা যাবে। এছাড়াও রাস্তায় গাড়ির রেজিস্ট্রেশন প্লেট চিনে নিতে পারবে এই স্মার্ট হেলমেট।

করোনাভাইরাস রুগী চিনতে স্মার্ট হেলমেট ব্যবহার করছে চিনের পুলিশ

নতুন এই স্মার্ট হেলমেটের মাধ্যমে মানুষের দিকে তাকালে তার শরীরের তাপমাত্রা দেখে নেওয়া যাবে। যা দেখে সামনের ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কি না বুঝে নিতে পারবেন পুলিশ অফিসার।

সম্প্রতি চাইনা শিনহুয়া নিউজের তরফ থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে ইতিমধ্যেই চিনের রাস্তায় এই হেলমেট পরে পুলিশদের দেখা গিয়েছে। যদিও বাইরে থেকে এই স্মার্ট হেলমেট দেখে বিশেষ কিছু বোঝার উপায় নেই। হেলমেটের কাঁচের পিছনে বিশেষ ক্যামেরার মাধ্যমে এই হেলমেট কাজ করবে।

এই হেলমেট সম্পর্কে বিশেষ কোন তথ্য সামনে না এলেও বিশেষজ্ঞরা জানিয়েছে ফেসিয়াল রিকগনিশনেও কাজে লাগতে পারে এই হেলমেট। ইতিমধ্যেই গাড়ির নম্বর প্লেট দেখে যে কোন গাড়িতে চিহ্নিত করতে পারবে এই হেলমেট। যা দেখে রাস্তায় দ্রুত অপরাধী চিহ্নিত করা যাবে।

এছাড়াও অন্য এক চিনা কোম্পানির তৈরি করা প্রযুক্তিও ব্যবহার করে মাস্ক পরে থাকা অবস্থাতেও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে যে কোন মানুষকে চিহ্নিত করে নেওয়া যাবে। হানোয়াং টেকনোলজির তৈরি করা এই প্রযুক্তি ব্যবহার করে প্রায় নির্ভুল ভাবে মাস্ক পরা মানুষদেরও চিহ্নিত করা যাবে।

তবে নতুন স্মার্ট হেলমেট ব্যবহার করে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নির্দিষ্ট মানুষকে চিহ্নিত করার পর তার শরীরের তাপমাত্রা রেকর্ড করে রাখতে পারবে এই হেলমেট। কোন মানুষের শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে নিজে থেকেই ফেসিয়াল রিকগনিশন কাজ করতে শুরু করবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Smart Helmets For Detecting Coronavirus Patients Launched In China

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X