ফোনের ব্যাটারি হুহু করে কমছে? কারণগুলি জেনে নিন

By Gizbot Bureau
|

আমাদের দৈনন্দিন জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। সারাদিন ফোনে কথা বলার থেকেও অন্যান্য কাজে বেশি ব্যবহার হয় পকেটের ফোনটি। তাই স্মার্টফোনের ব্যাটারি কমতে শুরু করলে অনেকের কপালে ভাঁজ পরে। অন্য যে কোন ব্যাটারির মতোই স্মার্টফোন ব্যাটারিরও নির্দিষ্ট বয়স থাকে। তার পরেই ফোনের ব্যাক আপ কমতে শুরু করে।

 
ফোনের ব্যাটারি হুহু করে কমছে? কারণগুলি জেনে নিন

একটি ব্যাটারি মোট কত বার চার্জ ও ডিসচার্জ হয়েছে তার উপরেই নির্ভর করে ব্যাটারির বয়স। যদিও ফোনের ব্যাটারি জলদি শেষ হওয়ার অন্য কারণও রয়েছে। শুধুমাত্র গেম খেলে বা সিনেমা দেখার কারণে ফোনের ব্যাটারি শেষ হয় না। ফোনের ব্যাটারি জলদি শেষ হওয়ার জন্য এই কারণগুলিও সমানভাবে দায়ী।

 

ডিসপ্লে অন থাকা

ডিসপ্লের বেশি ব্রাইটনেস

জিপিএস

ইন্টারনেটে বিজ্ঞাপন

ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ

ভুল চার্জরে ফোন চার্জ

কোন অ্যাপ চার্জ শেষ করছে জানবেন কীভাবে?

নীচের কয়েকটি ধাপে সহজেই জেনে নিতে পারবেন কোন কোন অ্যাপ আপনার ফোনে সব থেকে বেশি ব্যাটারি নষ্ট করছে।

১। স্মার্টফোনে সেটিংস ওপেন করুন।

২। এবার অ্যাবাউট ফোন ট্যাপ করুন।

৩। এখানে 'ব্যাটারি ইউজ’ অপশন খুঁজে সেখানে ট্যাপ করুন।

৪। সেখানে কোন অ্যাপ ফোনের কত শতাংশ ব্যাটারি নষ্ট করেছে সেই তালিকা দেখে নিতে পারবেন।

ফোন ব্যবহার না করলেও ফোনের ব্যাটারি কমে যাচ্ছে কেন?

ফোন বন্ধ থাকলেও আপনার ফোনের ব্যাটারি কমতে পারে। এর প্রধান কারণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ। এক বা একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে স্লিপ মোডেও ব্যাটারি কমতে পারে। সেই ক্ষেত্রে কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে তা খুঁজে বার করে ফোন থেকে ডিলিট করতে হবে।

সারা রাত ব্যাটারি চার্জ করলে ব্যাটারি খারাপ হয়ে যায়?

এই ধারনা ভুল। আজকাল প্রায় সব ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে নিজে থেকেই চার্জ বন্ধ হয়ে যায়। তাই সারা রাত ফোনে চার্জে থাকলেও ১০০ শতাংশ চার্জ হওয়ার পরেই ফোনের চার্জ নিজে থেকে বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না।

Best Mobiles in India

Read more about:
English summary
Smartphone Battery Explained: Reasons For A Battery's Expiry

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X