গাড়ির ভিতরে স্মার্টফোনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী

|

আবার স্মার্টফোনে বিস্ফোরণ, এবার ইন্দোরে। সম্প্রতি গাড়ি চেপে অফিসে যাচ্ছিলেন অনিল নায়ার নামের এক কৃষি সরঞ্জাম ব্যবসায়ী। নিজের সামনের সিটে থাকলেও পিছনের সিটে ফোনটি রাখা ছিল। গাড়ি চলার সময় আচমকাই পিছনের সিটের ফোনে বিস্ফোরণ ঘটে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।

গাড়ির ভিতরে স্মার্টফোনে বিস্ফোরণ,  অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী

“রাস্তাতেই ফোনের মধ্যে স্পার্ক হতে শুরু করে। এরপর ধোয়া বেরোতে শুরু হয়। সাথে সাথে আমি রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে ফোনটি গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছিলাম। এরপর আমি ফোন থেকে দূরে সরে যাওয়ার পরেই বিস্ফোরণ হয় ফোনে।” বলেন নায়ার।

অনিল বলেন গত বৃহস্পতিবার অফিস যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আর সবার মতো নিজের ফোন পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। নায়ার দাবি করেছেন গাড়ীর পিছনের সিটে না থেকে পকেট এ থাকার সময় এই দুর্ঘটনা ঘটলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারতেন তিনি।

এই ঘটনার পরেই কোম্পানির টোল ফ্রি নম্বর ফোন করে অভিযোগ দায়ের করেছেন এই ব্যবসায়ী। এরপরে কোম্পানির ইঞ্জিনিয়াররা তার বাড়িতে এসে মোবাইল ফোনটি সংগ্রহ করতে আসেন।

“আমি এখনও কোম্পানির ইঞ্জিনিয়ারদের হাতে ফোনটি তুলে দিই নি।” ওই সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল বলেন, “ আমি কোম্পানির এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে তার হাতে ভেরি স্মার্ট ফোন তুলে দেবো।”

তবে স্মর্টফোন এ বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। বিশ্বব্যাপী প্রায় সব স্মার্ট ফোন কোম্পানির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। উঠেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের চলন্ত গাড়ির ড্যাশবোর্ডে আইফোনে আগুন লেগে যাওয়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এরপরে সেই ঘটনা প্রসঙ্গে অ্যাপেল কোন কোন কোনও বিবৃতি দেয়নি।

এছাড়াও ভারতে শাওমি ফোনে বিস্ফোরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এই ফোন গুলিতে কোম্পানির আসল ব্যাটারি ও চার্জার ব্যবহার হয়েছে কিনা জানা যায়নি।

Best Mobiles in India

Read more about:
English summary
Smartphone explodes in car in Indore, narrow escape for business man

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X