Just In
Don't Miss
স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে এই টোটকাগুলি দেখে নিন
স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল ব্যাটারি। স্মার্টফোন কেনার ছয় মাস পর থেকে ব্যাটারির স্বাস্থ্য কমতে থাকে। তাই ধীরে ধীরে কমতে থাকে ব্যাক আপ। আপনি কীভাবে ফোন চার্জ করেন তার উপরে ব্যাটারির স্বাস্থ্য নির্ভর করে। নিজের স্মার্টফোনের ব্যাটাই লাইফ বাড়াতে এই পদ্ধতি অনুসরণ করুন।
কখনও ব্যাটারি শতাংশ ০ হতে দেবেন না
ব্যাটারি ২০ শতাংশের নীচে গেলেই ফোন চার্চ করুন। কখনও ফোনকে সম্পূর্ণ ডিসচার্জ করবেন না। তার আগেই চার্জ শুরু করুন।
গোটা রাত চার্জ করবেন না
কখনই সারা রাত ধরে ফোন চার্জ করবেন না। আজকাল প্রায় সব ফোনই ৯০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। তাই সারা রাত অতিরিক্ত চার্জ করে ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি করবেন না।
সব সময় ১০০ শতাংশ চার্জ না করলেও চলবে
ফোনের ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখতে ১০০ শতাংশ চার্জ করা বন্ধ করুন। ৯০ শতাংশ চার্জ হলে চার্জ শেষ করুন। এর ফলে ফোন ওভারচার্জ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন।
স্লো চার্জার ব্যবহার করুন
ব্যাটারির স্বাস্থ্যকে বাড়াতে ফাস্ট চার্জের জায়গায় স্লো চার্জার ব্যবহার করুন। এতে স্মার্টফোন চার্জ হতে বেশি সময় লাগলেও আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।
গেম না খেলকে ব্যাটারি সেভিং মোড ব্যবহার করুন
ব্যাটারি সেভিং মোডে ফোনের ব্যাক আপ অনেকটা বাড়ে। গেম খেলার সময় ছাড়া সব সময় এই ফিচার ব্যবহার করলে ফোনের ব্যাক আপ বাড়বে।
প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন
ওয়াই ফাই ও ব্লুটুথ অকারণ ফোনের ব্যাটারি নষ্ট করে। তাই প্রয়োজন ছাড়া ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন।
কম দামের চার্জর ও কেবেল ব্যবহার করবেন না
কম দামের চার্জার ও কেবেল ব্যবহার করবেন না। এতে ফোনের ব্যাটারির পাকাপাকি ক্ষতি হতে পারে।
কম দামের পাওয়ারব্যাঙ্ক ব্যবহারে না
কম দামের পাওয়ারব্যাঙ্ক ব্যবহার করলেও ফোনের ব্যাটারির পাকাপাকি ক্ষতি হতে পারে।
প্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
নিয়মিত ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করতে থাকুন। যে অ্যাপ ব্যবহার করেন না সেগুলি ফোন থেকে ডিলিট করুন। এর ফলে ফোনের ব্যাক আপ বাড়বে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190