Sony-র এই কম্প্যাক্ট ক্যামেরায় সেকেন্ডে ২৪ ছবি তোলা যাবে

By GizBot Bureau
|

জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চের পরে এবার ভারতের বাজারে Cyber-shot DSC-RX100 VI (model DSC-RX100M6) কম্প্যাক্ট ক্যামেরাটি লঞ্চ করল Sony। এই ক্যামেরায় একটি Zeiss Vario-Sonnar T লেন্স ব্যবহার হয়েছে। লেন্সটির ফোকাল লেন্থ ২৪-২০০ মিমি ও অ্যাপারচার f/2.8-f/4.5।

Sony-র এই কম্প্যাক্ট ক্যামেরায় সেকেন্ডে ২৪ ছবি তোলা যাবে

Sony Cyber-shot DSC-RX100 VI স্পেসিফিকেশান

Cyber-shot DSC-RX100 VI কয়ামেরায় ০.০৩ সেকেন্ডে অটোফোকাস হবে। কোম্পানি দাবি করেছে এই ক্যামেরাইয় বিশ্ব সবথেকে দ্রুতমতম অটোফোকাস সিস্টেম ব্যবহার করা হয়েছে। হাইব্রিড এই অটোফোকাস সিস্টেমে ৩১৫ পয়েন্টে ফোকাল প্লেন ফেজ ডিটেকশান অটো ফোকাস (PDAF) ব্যবহার হয়েছে। সেন্সারের মোট ৬৫ শতাংশ জায়গা জুড়ে এই পরেন্টগুলি রয়েছে বলে জানিয়েছে Sony।

এর সাথেই Cyber-shot DSC-RX100 VI এ থাকছে কনট্রাস্ট ডিটেকশান অটোফোকাস। কোম্পানির অপ্টিকাল স্টেডি টেকনোলজি ব্যবহার করে এই ক্যামেরার অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান কাজ করবে। Sony Cyber-shot DSC-RX100 VI এ হয়েছে একটি ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুড়িয়ে পাওয়া যায়। এই ডিসপ্লে ব্যবহারব করে Sony Cyber-shot DSC-RX100 VI দিয়ে জে কোন অ্যাঙ্গেল থেকে খুব সহজেই ছবি তোলা সম্ভব। এছাড়াও এই ডিসপ্লেটি নীচের দিকে ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম। এর সাথেই Cyber-shot DSC-RX100 VI এ থাকছে বিল্ট ইন WiFi আর NFC সাপোর্ট।

Cyber-shot DSC-RX100 VI তে রয়েছে একটি ২০.১ মেগাপিক্সেল 1.0-type stacked Exmor RS CMOS ইমেজ সেন্সার। এর সাথেই রয়েছে DRAM চিপ ও আপগ্রেডেড BIONZ X ইমেজ প্রসেসার। কোম্পানির দাবি এই প্রসেসারে পদ্রুত প্রসেসিং এর সাথেই সব রকম শুটিং পরিবেশেই দারুন ছবি তুলতে সক্ষম।

কম বিলের গ্যারান্টি সহ একাধিক নতুন ফিচার এল ভোডাফোন পোস্টপেডেকম বিলের গ্যারান্টি সহ একাধিক নতুন ফিচার এল ভোডাফোন পোস্টপেডে

Cyber-shot DSC-RX100 VI দিয়ে সেকেন্ডে ২৪ টি ছবিব তোলা সম্ভব। বার্স্ট মোডে তোলা সব ছবিতে AF/AE ট্র্যাকিং থাকবে। বার্স্ট মোডে একসাথে ২৩৩ টি ছবি তোলা সম্ভব। এর সাথেই এই ক্যামেরায় 4K HDR রেকর্ডিং করা যাবে। এছাড়াও Sony Cyber-shot DSC-RX100 VI দিয়ে ২৪০ fps, ৪৮০ fps

ও ৯৬০ fps এ ভিডিও তোলা সম্ভব।

কত দাম? কোথায় পাবেন?

ভারতে Sony Cyber-shot DSC-RX100 VI এর দাম ৯৯,৯৯০ টাকা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ক্যামেরার দাম ১,১৯৯ মার্কিন ডলার (প্রায় ৮২,৩০০ টাকা)। ৬ জুলাই থেকে দেশের সোনি সেন্টার আউটলেটে Sony Cyber-shot DSC-RX100 VI বিক্রি শুরু হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Sony has launched its Cyber-shot DSC-RX100 VI (model DSC-RX100M6) compact camera in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X