ওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এ

গত অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Xperia R1 এবং Xperia R1 Plus। লঞ্চের সময় এই ফোনে প্রিলোডেড ছিল অ্যানড্রয়েড নুগাট ৭.১। যদিও তখন কোম্পানি জানিয়েছিল খুব শিঘ্রই এই ফোনে চলে আসবে অ্যানড্রয়েড ওরিও।

|

গত অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Xperia R1 এবং Xperia R1 Plus। লঞ্চের সময় এই ফোনে প্রিলোডেড ছিল অ্যানড্রয়েড নুগাট ৭.১। যদিও তখন কোম্পানি জানিয়েছিল খুব শিঘ্রই এই ফোনে চলে আসবে অ্যানড্রয়েড ওরিও।

ওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এ

এবার ভারতে Xperia R1 এবং Xperia R1 Plus অ্যানড্রয়েড ওরিও আপডেট দেওয়া শুরু করল সোনি। ফোনের সেটংসে গিয়ে অ্যাবাউট ফোনে ট্যাপ করে সিস্টেম আপডেট চেক করলে দেখতে পাবেন নতুন এই আপডেট। যদিও এই আপডেট ইন্সটলের আগে ফোনে থাকতে হবে পর্যাপ্ত যায়গা।

নিজেদের ফোনের ডাটা শেষ করার ইচ্ছা না থাকলে কোম্পানি Wifi দিয়ে পডেট করার পরামর্শ দিয়েছে। আপডেটের পর Xperia R1 এবং Xperia R1 Plus এ চলে আসবে পিকচার ইন পিকচার মোড, নোটিফিকেশান ডট বা ইন্সট্যান্ট অ্যাপের মতো অপশানগুলি।

পিকচার ইন পিকচার মোডে ইউটিউব ভিডিও চালিয়ে বা গুগুল নেভিভেশান চালিয়ে করা যাবে ফোনের অন্য সব কাজ। সেই ক্ষেত্রে ঐ অ্যাপটি ডিসপ্লের এক কোনায় ছোট উইন্ডোতে চলবে।

লঞ্চ হল ZTE Nubia N3 | রয়েছে 5000 mAh ব্যাটারি আর ফুলস্ক্রিন ডিসপ্লেলঞ্চ হল ZTE Nubia N3 | রয়েছে 5000 mAh ব্যাটারি আর ফুলস্ক্রিন ডিসপ্লে

এর সাথেই আপডেটের পর Xperia R1 এবং Xperia R1 Plus ফোনদুটিতে চালু হবে অ্যানড্রয়েড ওরিওর সব ফিচার।

আপনি যদি আপনার Xperia R1 এবং Xperia R1 Plus এ ওরিও আপডেট পেয়ে থাকেন তবে নিচে কমেন্টে নতুন এই ফিচারগ্যলি সম্প্ররকে জানাতে ভুলবেন না।

Best Mobiles in India

Read more about:
English summary
Sony Xperia R1 and Xperia R1 Plus are now receiving Oreo update in India. The company started rolling out the Android 8.0 Oreo update earlier this week, and it adds several new features to the smartphones. Users can check for the update manually by going to your phone's Settings>About Phone> System Updates.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X