কেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ব্লক করে দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

|

গত কয়েক বছরে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। এই পরিষে ব্যবহার করে ঘরে বসেই ব্যাঙ্কের বেশিরভাগ কাজ করা সম্ভব। এবার অ্যাকাউন্টে মোবাইল নম্বর রেজিস্টার ইন্টারনেট ব্যাঙ্কিং ব্লক করে দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনার অ্যাকাউন্টের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবে ১ ডিসেম্বর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাই ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর যোগ করা আবশ্যিক। ৩০ নভেম্বরের আগে এই কাজ করতে হবে। তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিনা জানুন নীচের উপায়ে।

কেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ব্লক করে দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

স্টেপ ১। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.onlionesbi.com ওয়েবসাইটে লগ ইন করুন।

স্টেপ ২। এবার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।

স্টেপ ৩। এবার 'My accounts and profile’ ট্যাবে যান।

স্টেপ ৪। 'My accounts and profile’ ড্রপ ডাউন মেনু থেকে 'Profile’ অপশান খুঁজে ফেলুন।

স্টেপ ৫। এখানে 'Personal Details/Mobile’ সিলেক্ট করুন।

স্টেপ ৬। এখানে আপনার প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। (লগ ইন পাসওয়ার্ড ও প্রোফাইল পাসওয়ার্ড আলাদা হয়।)

স্টেপ ৭। এখানে কোন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডি দেখাবে।

স্টেপ ৮। মোবাইল নম্বর ইতিমধ্যেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকলে তা এখানে দেখাবে।

স্টেপ ৯। এখানে কোন মোবাইল নম্বর না দেখানোর অর্থ অ্যাকাউন্টে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই। সেই ক্ষেত্রে মোবাইল নম্বর রেজিস্টার করতে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে।

স্টেপ ১০। তবে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ১ ডিসেম্বর থেকে শুধুমাত্র ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। বাকি সব পরিষেবা আগের মতোই চালু থাকবে।

Best Mobiles in India

Read more about:
English summary
The State Bank of India (SBI), on its website, has announced that it will block all internet banking users who have not registered mobile numbers with their bank accounts.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X