অনলাইনে মোবাইল নম্বর পোর্ট করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

ঘরে বসে কাজ করার প্রবণতা বাড়ার কারণেই ক্রমশ ইন্টারনেট ব্যবহার বাড়ছে। বাড়িতে ওয়াইফাই না থাকলে কাজের জন্য ফাই আপলোড ও ডাউনলোড করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ইন্টারনেট কানেকশন। এছাড়াও ভিডিও কনফারেন্সের করতেও প্রয়োজন একটি হাই স্পিড ইন্টারনেট কানেকশন। বাড়িতে মোবাইল ডেটা ব্যবহার করে কাজ করতে সমস্যা হলে সহজেই নিজের নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করে কাজ চালিয়ে যেতে পারেন।

 
অনলাইনে মোবাইল নম্বর পোর্ট করবেন কীভাবে?

মোবাইল ডেটা ধীর গততে চললে পোর্ট করার আগে এই সমাধানগুলি দেখে নিন:

 

নোটিফিকেশন শেড থেকে মোবাইল ডেটা অফ করে অন করুন।

মোবাইল ফোনের এরোপ্লেন মোড অন করে অফ করুন।

এতেও সমস্যার সমাধান না হলে ফোনটি সুইচ অফ করে অন করুন।

ফোনের রিচার্জ শেষ হয়েছে কি না দেখে নিন।

speedtest.net এ গিয়ে ইন্টারনেটের স্পিড মেপে নিন। স্পিড কম থাকলে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।

উপরের সব কটা কাজ বহুদিন ধরে করেও কোন সমাধান না মিললে নিজের মোবাইল নম্বর এক রেখে অন্য নেটওয়ার্কে পোর্ট করতে পারেন। করোনা আবহে বাড়ি বসে অনলাইনে মোবাইল নম্বর পোর্ট করা যাচ্ছে। দেখে নিন কীভাবে?

অনলাইনে রিলায়েন্স জিও নেটওয়ার্কে পোর্ট করবেন কীভাবে?

মাই জিও অ্যাপ ডাউনলোড করুন।

এখানে নিজের নম্বর এক রেখে জিও নেটওয়ার্কে যোগ দেওয়ার অপশন সিলেক্ট করুন।

এবার নিজের নম্বর প্রিপেড না পোস্টপেড তা কোম্পানিকে জানিয়ে দিন।

এর পরে নিজের পছন্দের প্ল্যান সিলেক্ট করুন।

এবার নিজের লোকেশন নিশ্চিত করুন।

এর পরে দুটি অপশন পাওয়া যাবে। প্রথমটি অপশনে বাড়ি এসে কোম্পানির তরফ থেকে নতুন সিম কার্ড দেওয়া হবে। দ্বিতীয় উপায়ে গ্রাহক নিকটবর্তী জিও স্টোরে গিয়ে সিম নিয়ে আসতে পারবেন।

অনলাইনে এয়ারটেল নেটওয়ার্কে পোর্ট করবেন কীভাবে?

এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করুন।

এবার পছন্দের প্ল্যান সিলেক্ট করে পোর্ট ইন রিকুয়েস্ট করুন।

এবার এয়ারটেলের তরফ থেকে এক্সিকিউটিভ আপনার বাড়ি এসে নম্বর পোর্ট করে দেবে। একই সঙ্গে সিম ডেলিভারি করে দেওয়া হবে।

অনলাইনে ভোডাফোন-আইডিয়া নেটওয়ার্কে পোর্ট করবেন কীভাবে?

ভোডাফোন-আইডিয়া অ্যাপ ডাউনলোড করে এমএনপি পেজে নিজের নাম, ফোন নম্বর দিয়ে দিন।

এর পরে ভোডাফোন রেড পোস্টপেড প্ল্যান সিলেক্ট করুন।

এবার 'সুইচ টু ভোডাফোন’ সিলেক্ট করুন।

এর পরে নিজের ঠিকানা দিলে সেই ঠিকানায় সিম পৌঁছে দেবে ভোডাফোন আইডিয়া।

Best Mobiles in India

Read more about:
English summary
Steps To Port Your Number Online To Airtel, Jio, Vodafone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X