এবার দ্রোনে চেপে দুর্ঘটনাস্থনে পৌঁছে যাবে ফার্স্ট এইড বক্স

|

চেন্নাই এর কিছু ইঞ্জিনিয়ারিং মিলে বানিয়ে ফেলেছেন একটি দ্রোন। এই দ্রোনের বিশেষত্ব হল ফাস্ট এইড বক্স নিয়ে যে কোন যায়গাতে পৌঁছে যেতে পারে এই দ্রোন। দুর্যোগের সময় যখন অ্যাম্বুলেন্স বা অন্য আপতকালীন যান পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় তখন এই দ্রোনের মাধ্যমে দ্রুত দুর্যোগস্থলে ফার্স্ট এইড বক্স পৌঁছে দেওয়া যাবে।

 
এবার দ্রোনে চেপে দুর্ঘটনাস্থনে পৌঁছে যাবে ফার্স্ট এইড বক্স

দাক্তাররা বলেন পথদুর্ঘটনার সমর অর্ধেকেরও বেশি প্রান বাঁচিয়ে ফেলা যাবে যদি সঠিক সময়ে তাদের কাছে ফার্স্ট এইড পাঠিয়ে দেওয়া যায়। দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে অনেক প্রান বাঁচানো সম্ভব। তামিল নাড়ুতে একটি দুর্ঘটনা স্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতেই প্রায় ১৫ মিনিট সময় লেগে যায়। শহলে ট্রাফিক জ্যামে আটকে থাকে অ্যাম্বুলেন্স। গ্রামে রাস্তা খারাপ থাকার জন্য অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়। এর ফলেই গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়।

 

এছাড়াও পাহাড়ে দুর্ঘটনা ঘটলে অনেক জায়গাতে অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয় না। সেই সব যায়গাতে প্রান বাঁচাতে দারুন কাজে আসবে এই দ্রোন।

“GPS দিয়ে এই দ্রোন কাজ করবে।” বলে জানিয়েছেন পারভেজ বাশাম। তিনি এই দ্রোন তৈরী টীমে অন্যতম সদস্য। “৮ কেজি পর্যন্ত ওজনের ফার্স্ট এইড বক্স নিয়ে সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টায় এই দ্রোন উড়তে পারবে। ৩ কিমি দূর থেকে রিমোট দিয়ে এই দ্রোন কনট্রোল করা যাবে। আরও দূর থেকে এই দ্রোন কনট্রোল করার চেষ্টা চালানো হচ্ছে।” বলে জানিয়েছেন প্রযেক্ট গাইড এম যুবরাজ।

এমন করে এই দ্রোন তৈরী করা হয়েছে যেন যে কোন সাধারন মানুষ এই পরিষেবা ব্যাবহার করতে পারেন। এই দ্রোন তৈরীর সময় মাথায় রাখা হয়েছে যেখানে এই দ্রোন পৌঁছাবে সেখানে ডাক্তার থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়াও বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা মাথায় রেখে আলাদা ধরনের সরঞ্জাম রাকাহ হয়েছে এই ফার্স্ট এইড বক্সে।

ওয়েবসাইটে কিছু কমন এরর, তার মানে জেনে নিনওয়েবসাইটে কিছু কমন এরর, তার মানে জেনে নিন

Best Mobiles in India

Read more about:
English summary
A drone which can carry a first-aid box to an accident spot before an ambulance or rescue vehicle could reach.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X