সোয়াইপের হাত ধরে বাজারে আসছে সবচেয়ে সস্তার ভিআর প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন, দাম মাত্র ৪,৪৯৯ টাকা

ভিআর প্রযুক্তি সম্পন্ন সবচেয়ে সস্তা স্মার্টফোন সোয়াইপ এলিট ভিআর লঞ্চ করা হল। আরেকটি Swipe KONNECT Star 2017 নতুন ফোনও বাজারে আনা হয়েছে।

|

সোয়াইপের পঞ্চম বার্ষিকীর উদযাপনের দিনই প্রতিষ্ঠাতা, সিইও শ্রীপাল গান্ধি ঘোষণা করলেন সোয়াইপ ২.০-র। তাঁর মতে, সোয়াইপ ২.০ হল তাঁদের ভিশন ২০২২। সোয়াইপ, মোবাইল গেজেটস সংস্থা থেকে পার্সোনাল ইলেকট্রনিক্স সংস্থা হয়ে উঠতে চাইছে। ২.০ তারই শুরুয়াদ।

 

<strong>অগাস্টের ১৯-এই জেনফোর ৪ স্মার্টফোন লঞ্চ করতে পারে আসুস</strong>অগাস্টের ১৯-এই জেনফোর ৪ স্মার্টফোন লঞ্চ করতে পারে আসুস

সোয়াইপের হাত ধরে বাজারে আসছে সবচেয়ে সস্তার ভিআর প্রযুক্তি সম্পন্ন স্মা

আজ সোয়াইপ বাজারে আনল সোয়াইপ এলিট ভিআর, শুধুমাত্র ৪ হাজার ৪৯৯ টাকায়। লঞ্চ ইভেন্টের সময় শ্রীপাল গান্ধি বলেন, এই সোয়াইপ এলিট ভিআর মিলবে শুধুমাত্র ShopClues-এ। দেশের সবথেকে অ্যাফোর্ডেবল ভিআর এনঅ্যাবলড স্মার্টফোন এটিই বলে দাবি সংস্থার।

গান্ধি আরও বলেন, সোয়াইপ এলিট ভিআর-এর সঙ্গে ভিআর লেন্স মিলছে। ক্রিকেট দেখুন, গেম খেলুন কিংবা মুভি দেখুন, ফোন সঙ্গে ভিআর লেন্স, অভিজ্ঞতা অনবদ্য।

 

Softphone কি?Softphone কি?

সোয়াইপ এলিট ভিআর-এর ফিচার্সের মধ্যে রয়েছে, সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, এইচডি রেজোলিউশন। ৬৪বিট কোয়াড কোর মিডিয়া টেক ৬৭৩৭ প্রসেসর ১.৩ GHz। রয়েছে ১জিবি RAM, ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত।

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ। ৩০০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগাবে ফোনটিকে।

সোয়াইপ এলিটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিওএলটিই ডুয়াল ৪জি সিম রয়েছে এতে। সুইফটকি কি-বোর্ড যেহেতু, তাই বাংলাও সাপোর্ট করবে এতে। অন্তত ৫টি ভারতীয় ভাষায় টাইপ করা যাবে, সাপোর্ট করবে আরও দশটি ভাষা।

কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার

সোয়াইপের হাত ধরে বাজারে আসছে সবচেয়ে সস্তার ভিআর প্রযুক্তি সম্পন্ন স্মা

ব্ল্যাক, গ্রে, গোল্ড আর রেড কালারে আসছে এই ফোন।

সোয়াইপ গত বছর KONNECT Star লঞ্চ করেছিল। তার নেক্সট ভার্সানও বাজারে আনছে সোয়াইপ। Swipe KONNECT Star 2017-এর দাম পড়বে ৩ হাজার ৩৩৩ টাকা। ব্ল্যাক, গ্রে আর গোল্ডে মিলছে ফোনটি। ডুয়াল সিমের এই স্মার্টফোনে থাকছে ৪জি ভিওএলটিই।১ GHz-এর কোয়াড কোর প্রসেসরের ফোনটিতে রয়েছে ১জিবি RAM, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ।

৪ ইঞ্চির এই স্মার্টফোনে রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল আর ফ্রন্টে ১.৩ মেগাপিক্সেল। ১৮০০ এমএএইচ ব্যাটারি। রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ ভার্সান।

Best Mobiles in India

Read more about:
English summary
On the occasion of 5th Anniversary gathering of Swipe, Founder & CEO Mr. Shripal Gandhi made the big announcement of Swipe 2.0. According to him, Swipe 2.0 is synonymous with Vision 2022 where in Swipe will metamorphose from being a mobile gadgets company to a 21st Century personal electronics company.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X