Just In
Don't Miss
সেট টপ বক্স বদল না করেই অপারেটার বদল করা যাবে – ট্রাই
শিঘ্রই সেট টপ বক্স বদল না করে কেবেল টিভি বা ডিটিএইচ অপারেটার বদল করা যাবে। এই উদ্দেশ্যে কাজ করে চলেছে ট্রাই। এই কথা জানিয়েছেন ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা। এর ফলে খুব সহজেই টিভি কানেকশানের অপারেটার বদল করা যাবে। মোবাইল নম্বর এক রেখে যেমন অপারেটার বদল করা যায় একই ভাবে কেবেল টিভি সেট টপ বক্স বদল না করেই কানেকশান পোর্ট করা যাবে।
সম্প্রতি সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে শর্মা জানিয়েছেন ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা।
শর্মা জানিয়েছেন, এই কাজের জন্য আপাতত কিছু প্রযুক্তিগত বাধা রয়েছে। তবে আমরা খুব শিঘ্রই এই বাধা অতিক্রম করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বছর শেষে হয়ত এই বাধা অতিক্রম করা যাবে।
তিনি বলেন, “গত দুই বছর ধরে সেট টপ বক্স পোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এই কাজের বড় সমস্যার সমাধান করা গিয়েছে। এখন সামনে কিছু বাণিজ্যিক সমস্যা রয়েছে। এই বছরের শেষে এই কাজ বস্ববায়িত করতে পারব আমরা।”
আধার কার্ড ও মোবাইল নম্বর পোর্টিবিলিটির উদাহরণ দিয়ে শর্মা জানিয়েছেন শিঘ্রই টিভির দুনিয়ায় এই সুযোগ চলে আসবে।
তিনি আরও বলেন, “ওপেন সিস্টেমই ভবিষ্যৎ। গোটা আধার ব্যবস্থা তৈরী হয়েছিল ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে।”
এই মুহুর্তে সব অপারেটারের সেট বটপ বক্সে নিজস্ব ফিচার থাকার কারনে পোর্ট করা সম্ভবব হচ্ছে না। তবে একবার পোর্টিং অপশান শুরু হলে কেবেল টিভি ও ডিটিএইচ গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন।
নতুন নিয়মে ইতিমধ্যেই ট্রাই জানিয়ে দিয়েছে গ্রাহক সেট টপ বক্স নিজে কিনে নিতে পারবেন। তবে এর জন্য ওপেন সোর্স সেট টপ বক্স সামনে আসা বাধ্যতামুলক।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190