নতুন কানেকশনের দাম বাড়াল টাটা স্কাই

By Gizbot Bureau
|

সম্প্রতি প্রাইমারি ও সেকেন্ডারি কানেকশনের নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি বাড়িয়েছে টাটা স্কাই। সম্প্রতি সেকেন্ডারি কানেকশনের নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি ১২০ টাকা থেকে কমে ৫২ টাকা হয়েছে।

নতুন কানেকশনের দাম বাড়াল টাটা স্কাই

এর ফলে গ্রাহকের সুবিধা হলেও কোম্পানির লাভ কমতে শুরু করেছে। এবার নতুন কানেকশন ও একাধিক কানেকশনের দাম বাড়াল ডিটিএইচ কোম্পানিটি। আগে ১,৩৯৯ টাকায় ডিটিএইচ কানেকশন পাওয়া যাচ্ছিল। এই দামে এইচডি সেট টপ বক্স দিচ্ছিল কোম্পানি। এবার নতুন এইচডি ডিটিএইচ কানেকশনে ১,৪৯৯ টাকা খরচ হবে।

নতুন এসডি সেট টপ বক্স ব্যবহারে আগে ১,২৯৯ টাকা খরচ হতো। এখন সেই খরচ বেড়ে ১,৩৯৯ টাকা হয়েছে। একাধিক টিভিতে কানেকডন নেওয়ার খরচও বেড়েছে। আগে ৯৯৯ টাকায় একাধিক টিভির কানেকশন পাওয়া যেত। এবার সেই দাম বেড়ে হয়েছে ১,১৯৯ টাকা।

এই মুহুর্তে সব থেকে কম দামে নতুন কানেকশন দিচ্ছে এয়ারটেল ডিজিটাল টিভি। ১,১০০ টাকায় মিলছে এয়ারটেল ডিজিটাল টিভির নতুন কানেকশন। অন্যদিকে এইচডি কানেকডন নেওয়ার খরচ ১,৩০০ টাকা।

অন্যদিকে নততুন কানেকশনে সব থেকে বেশি খরচ হবে সান ডিরেক্ট-এ। এসডি কানেকশন নিতে ১,৭৯৯ টাকা ও এইচডি কানেকশন নিতে ১,৯৯৯ টাকা খরচ করতে হবে।

ভারতের অন্যতম জনপ্রিয় ডিটিএইচ পরিষেবার নাম টাটা স্কাই। এখনও অ্যানড্রয়েড টিভি সহ কোন সেট টপ বক্স লঞ্চ না করলেও কম দামে বিভিন্ন চ্যানেল ও দুর্দান্ত গ্রাহক পরিষেবার জন্য আজও দেশের অন্যতম জনপ্রিয় ডিটিএইচ পরিষেবা টাটা স্কাই। জানুয়ারিতে ২৬ টা জনপ্রিয় চ্যানেলের দাম কমিয়েছিল জনপ্রিয় এই ডিটিএইচ কোম্পানিটি।

এই মুহূর্তে প্রধানত দুই ধরনের আ-লা-কার্ট টিভি চ্যানেল রয়েছে ভারতে। এর মধ্যে একটি ফ্রি টু এয়ার অন্যটি দেখার জন্য টাকা খরচ করতে হবে। সম্প্রতি ২৬ টা পেইড আ-লা-কার্ট চ্যানেলের দাম কমিয়েছে টাটা স্কাই। জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কন্নড়, জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, স্টার মা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার জলসা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালার্স, কালার্স কন্নড়, সনি ম্যাক্স, জি তামিল, স্টার স্পোর্টস ১ বাংলা, ন্যাট জিও ওয়ার্ল্ড এবং স্টার স্পোর্টস ফার্স্ট চ্যানেলগুলি আগের থেকে কম দামে দেখা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Tata Sky Hikes Prices For New Connections And Multi-TV Additions

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X