Just In
শরীর গরম অথবা ঠান্ডা রাখতে সাহায্য করবে স্মার্ট জামা
সম্প্রতি একটি নতুন ফ্যাব্রিক তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এই ফ্যাব্রিকে তৈরি জামা কাপড় মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আবহাওয়ার উপর নির্ভর করে শরীরকে গরম অথবা ঠান্ডা রাখতে সাহায্য করবে এই জামা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রথম এই ধরনের ফ্যাব্রিক সামনে এসেছে।

যেমন ধরুন গরম ও আদ্র আবহাওয়ায় খুব ঘাম হয়। সেই সময় শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে এই জামা। অন্যদিকে তুলনামূলক ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করবে। এই কথা জানিয়েছেন গবেষকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এই ফেব্রিক তৈরি করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন এটাই প্রথম ফেব্রিক যা নিজে থেকেই মানব দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করবে। সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে এই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে কাজ করবে এই ফ্যাব্রিক। “এই প্রথম ইনফ্রারেড রেডিয়েশন কে ডাইনামিক ভাবে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি সামনে এসেছে।” জানিয়েছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউহুয়াং ওয়াং।
এই জামার ওপরে একটি কার্বন ন্যানোটিউবের আস্তরণ থাকবে। তবে এই কারণে জামা ভারী হয়ে যাবে না। এই উপায় বাতাসের আদ্রতা বুঝতে পারবে গায়ের জামা। গবেষকরা দাবি করেছেন এর আগে এই প্রযুক্তি টেক্সটাইল শিল্পে দেখা যায়নি।
“মানব শরীর একটি আদর্শ রেডিয়েটর। খুব সহজেই শরীর থেকে তাপ বার করে দিতে পারে মানুষ।” জানিয়েছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিন ওয়াং।
“এত বিজি শরীরের তাপ সঠিকভাবে বের করে দেওয়ার জন্য জামা খোলার প্রয়োজন হতো। কিন্তু নতুন এই ফেব্রিকের বাই ডিরেকশনাল রেগুলেটার জামা পরা অবস্থাতে যেমন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে একইভাবে ঠান্ডা আবহাওয়ায় একই জামা শরীরকে গরম রাখবে।” বলেন তিনি
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470