২০১৮ সালে গুগল, অ্যাপেল ও মাইক্রোসফটের সেরা হিট ও ফ্লপ

|

টেক দুনিয়ায় সেরা তিনটি নাম গুগল, অ্যাপেল ও মাইক্রোসফট। প্রত্যেক বছরের মতো ২০১৮ সালেও এই তিন কোম্পানি একের পর এক প্রোডাক্ট লঞ্চ করেছে। এর মধ্যে যেমন কিছু প্রোডাক্ট গ্রাহকের মন জয় করেছে, তেমনই ডাঁহা ফেল করেছে কিছু প্রোডাক্ট। ২০১৮ সালে গুগল, অ্যাপেল ও মাইক্রোসফটের হিট ও ফ্লপ প্রোডাক্টগুলিতে নজর রাখা যাক।

২০১৮ সালে গুগল, অ্যাপেল ও মাইক্রোসফটের সেরা হিট ও ফ্লপ

হিট: তিনটি নতুন অ্যাপেল আইফোন

নতুন তিনটি আইফোন ২০১৮ সালে গ্রাহকের মনে যথেষ্ট কৌতুহল সৃষ্টি করেছিল। এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফোন লেটেস্ট জেনারেশানের আইফোন।

ফ্লপ: তিনটি নতুন আইফোনের দাম

নতুন আইফোনে গ্রাহকের যথেষ্ট আগ্রহ থাকলে এই ফোনের আকাশ ছোঁয়া দাম হতাশ করেছে গ্রাহককে।

হিট: গুগল পিক্সেল ৩ ফোনের ক্যামেরা

স্মার্টফোনে সেরা ক্যামেরার জন্য জনপ্রিয় গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলি। নতুন জেনারেশানের স্মার্টফোনও তার ব্যতিক্রম নয়। পিক্সেল ৩ ফোনের ক্যামেরা সারা বিশ্বের স্মার্টফোনপ্রেমীদের মন জিতেছে।

ফ্লপ: পিক্সেল ৩ ফোনের বাগ

সেরা ক্যামেরা থাকলেও পিক্সেল ৩ ফোনে একাধিক বাগ রয়েছে। যা গ্রাহকদের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।

হিট: মাইক্রোসফটের সার্ফেস সিরিজের ল্যাপটপ

২০১৮ সালে নতুন সার্ফেস সিরিজের নতুন ল্যাপটপ লঞ্চ করেছে মাইক্রোসফট। এই ল্যাপটপ গ্রাহকের মন জিতেছে।

ফ্লপ: সার্ফেস ল্যাপটপের দাম

আইফোনের মতোই সার্ফেস সিরিজের ল্যাপটপ গ্রাহকের মন জিতলেও হতাশ করেছে এই ল্যাপটপের আকাশ ছোঁয়া দাম।

হিট: আইফোন, ম্যাকবুক ও অ্যাপেল ওয়াচের নতুন সফটওয়্যার

২০১৮ সালে লঞ্চ হয়েছে iOS12, MojaveOS আর নতুন WatchOS। এই তিনটি আপডেট অ্যাপেল গ্রাহকদের মন জিতেছে।

হিট: নতুন অ্যানড্রয়েড ভার্সান

২০১৮ সালে লঞ্চ হয়েছে লেটেস্ট অ্যানড্রয়েড পাই। এই ভার্সান অ্যানড্রয়েড গ্রাহকদের মন জিতেছে।

ফ্লপ: অ্যাপেল পাওয়ার ম্যাট

অ্যাপেলের নতুন ওয়্যারলেস চার্জার জনপ্রিয়তায় ডাঁহা ফেল করেছে।

ফ্লপ: কম ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট

নতুন অ্যানড্রয়েড পাই গ্রাহকের মন জিতলেও খুব কম ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছেছে।

হিট: উইন্ডোজ ১০ আপডেট

একাধিক আপডেটে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে অনেক নতুন ফিচার। যা গ্রাহকের মন জিতেছে।

ফ্লপ: গুগলের ডাটা চুরি যাওয়া

একাধিকবার গুগল সার্ভার থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছে। যা ভালোভাবে নেন নি গ্রাহক।

ফ্লপ: নতুন আইপ্যাডের দাম

নতুন আইপ্যাড প্রো এর আকাশ ছোঁয়া দাম গ্রাহকের মন জেতেনি। ভারতে টপ ভেরিয়েন্টে নতুন আইপ্যাড প্রো এর দাম ১.৭১ লক্ষ টাকা।

হিট: অ্যাপেল ১ ট্রিলিয়ান কোম্পানি

খুব কম সময়ের জন্য এক ট্রিলিয়ান কোম্পানির তকমা পেয়েছিল অ্যাপেল।

হিট: বাজারে মাইক্রোসফটের ফিরে আসা

আবার এক নম্বর টেক কোম্পানির তকমা ফিরে পেয়েছে মাইক্রোসফট। কোম্পানির প্রধান সত্য নাডেল্লার তত্ত্বাবধানে এই কাজ করেছে মাইক্রোসফট।

ফ্লপ:অ্যাপেল হোমপড

এই মুহুর্তে বিশাল জনপ্রিয় স্মার্ট স্পিকার বিভাগে অ্যাপেল এর নতুন স্মার্ট সিপকার বাজারে ফ্লপ হয়েছে।

Best Mobiles in India

English summary
If there are three companies in tech town whose fortunes and activities bring out most curiosity then it has to be Google, Apple and Microsoft.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X