স্মার্টফোন নিতে ভুলে গেলে মনে করিয়ে দেবে ২৫,০০০ টাকার স্মার্ট জ্যাকেট

|

এতদিন স্মার্টওয়াচ আর ফিটনেস ব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল ওয়্যারেবেল ডিভাইসগুলি। মাঝে বাজারে কিছু স্মার্ট শু ও স্মার্ট গ্লাস সামনে এসেছিল। এবার নতুন স্মার্ট জ্যাকেট সামনে এল। নতুন এই স্মার্ট জ্যাকেট তৈরী করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। স্মার্টফোন নিতে ভুলে গেলে তা মনে করিয়ে দেবে এই স্মার্ট জ্যাকেট। কোন ভাবে ফোন হারিয়ে গেলে বা চুরি হলেও এই জ্যাকেট তা জানিয়ে দেবে।

 
স্মার্টফোন নিতে ভুলে গেলে মনে করিয়ে দেবে ২৫,০০০ টাকার স্মার্ট জ্যাকেট

সম্প্রতি অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে এক রিপোর্টে এই জ্যাকেটের খবর প্রকাশিত হয়েছে। গুগল সাপোর্ট পেজে জানানো হয়েছে, “এই জ্যাকেট ব্যবহজার করলে আপনি কখনই স্মার্টফোন নিতে ভুলবেন না। ফোনের সাথে জ্যাকেট আলাদা হলে স্মার্টফোন ও জ্যাকেট দুই ডিভাইসেই অ্যালার্ট আসতে শুরু করবে। স্মার্টফোন থেকে দূরে গেলে এই জ্যাকেটের লাইট জ্বলে উঠবে, সাথে ভাইব্রেট করবে এই জ্যাকেট।”

স্মার্টফোনে অ্যালার্টের সাথেই জ্যাকেটের স্লিভ ট্যাগে জ্বলে উঠবে, সাথে ভাইব্রেট করবে এই জ্যাকেট। এর সাথেই স্মার্টফোন খুঁজে পাওয়ার ফিচার থাকছে এই জ্যাকেটে। তবে এই সব ফিচার ব্যবহারের জন্য স্মার্টফোন নির্দিষ্ট অ্যাপ ইনস্টল থাকা বাধ্যতামুলক।

 

নতুন এই জ্যাকেটের দাম ৩৫০ মার্কিন ডলার (প্রায় ২৫,০০০ টাকা)। তবে স্মার্টফোন খুঁজে পাওয়া ছাড়াও এই জ্যাকেটের মাধ্যমে গান চালানো, ইনকালিমগ কল নোটিফিকেশান টেক্সট মেসেজ নোটিফিকেশান পাওয়া যাবে। আজকের ডিজিটাল দুনিয়ায় এই জ্যাকেট বিশ্বব্যাপী গ্রাহকের মন জিততে কতটা সফল হয় তা সময় বলবে।

২০১৭ সালে প্রথম এই জ্যাকেট লঞ্চের সময় জানানো হয়েছিল মোট ১০ বার এই জ্যাকেট জলে ধোয়া যাবে। তাই জ্যাকেটে স্মার্ট ফিচার ব্যবহারের মূল্য নোংড়া জ্যাকেট পরে দিতে হবে গ্রাহককে। স্মার্টফোন সামলে রাখতে সাহায্য করবে এই জ্যাকেট।

Best Mobiles in India

Read more about:
English summary
The latest innovation comes from Google and Levi’s Jacquard smart jacked.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X