ইউটিউবে ভিডিও দেখার জন্য সেরা ২০টি স্মার্টফোন

By Gizbot Bureau
|

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ভারতে দ্রুতগতিতে ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বেশিরভাগ গ্রাহক স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখেন। কোন ডিভাইস থেকে সব থেকে ভালো ভিডিও দেখা যায় তার একটি তালিকা প্রকাশ করে ইউটিউব। ইউটিউবের মতে এই ২০টি টি ডিভাইসে সব থেকে ভালো ইউটিউব ভিডিও দেখা যায়।

ইউটিউবে ভিডিও দেখার জন্য সেরা ২০টি স্মার্টফোন

১। Huawei P30 Pro – Huawei P30 Pro ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২৩৪০ পিক্সেলস।

২। LG V40 ThinQ – LG V40 ThinQ ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি P-OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*৩১২০ পিক্সেলস।

৩। Honor View 20 – 2019 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Honor View 20। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২৩১০ পিক্সেলস।

৪। LG V30 - LG V30 ফোনে রয়েছে ৬ ইঞ্চি P-OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৮৮০ পিক্সেলস।

৫। OnePlus 6 - OnePlus 6 ফোনে রয়েছে ৬.২৮ ইঞ্চি অপ্টিক AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২২৮০ পিক্সেলস।

৬। Nokia 8 Sirocco - Nokia 8 Sirocco তে রয়েছে ৫.৫ ইঞ্চি P-OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৫৬০ পিক্সেলস।

৭। Google Pixel 3 XL - Google Pixel 3XL ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি P-OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৯১০ পিক্সেলস।

৮। Samsung Galaxy Note 9 - Samsung Galaxy Note 9 ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৯১০ পিক্সেলস।

৯। Google Pixel 3 – Google Pixel 3 তে রয়েছে ৫.৫ ইঞ্চি P-OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২১৬৯ পিক্সেলস।

১০। Huawei Mate 20 Pro - Huawei Mate 20 Pro তে থাকছে একটি ৬.৪ ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*৩১২০ পিক্সেলস।

১১। Samsung Galaxy S9+ - Samsung Galaxy S9+ এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

১২। Samsung Galaxy S9 - Samsung Galaxy S9 ফোনে থাকছে একটি ৫.৮ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

১৩। Huawei P20 Pro - Huawei P20 Pro তে থাকছে ৬.২ ইঞ্চি OLED ডিসপ্লে।

১৪। Xiaomi Mi 8 – Xiaomi Mi 8 ফোনে থাকছে ৬.২ ইঞ্চি ডিসপ্লে।

১৫। Google Pixel 2 – Google Pixel 2 ফোনে থাকছে ৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে।

১৬। LG G7 ThinQ – LG G7 ThinQ এ থাকছে একটি ৬.১ ইঞ্চি ডিসপ্লে।

১৭। Samsung Galaxy S8+ - Samsung Galaxy S8+ ফোনে থাকছে একটি ৬.২ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

১৮। Samsung Galaxy S8 – Samsung Galaxy S8 ফোনে থাকছে একটি ৫.৮ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

১৯। Google Pixel 2 XL – Google Pixel 2 XL ফোনে থাকছে ৬ ইঞ্চি OLED ডিসপ্লে।

২০। Samsung Galaxy Note 8 – Samsung Galaxy Note 8 ফোনে থাকছে একটি ৬.৩ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

Best Mobiles in India

English summary
Here are 20 ‘best’ smartphones for watching YouTube videos.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X