Just In
Don't Miss
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
টেলিকম বাজারের পর এবার ভারতের ব্রডব্যান্ড বাজারের দখল নিতে বদ্ধপরিকর রিলায়েন্স জিও। সেপ্টেম্বর মাসে নতুন জিও ফাইবারের বিভিন্ন ট্যারিফ ঘোষণা করেছিল কোম্পানি। ৬৯৯ টাকা থেকে ৮৪৯৯ টাকা দামে লঞ্চ হয়েছে বিভিন্ন প্ল্যান। নতুন জিও ফাইবার কানেকশনের সাথে হাই স্পিড ইন্টারনেটের সাথেই একগুচ্ছ নতুন পরিষেবা নিয়ে আসছে মুকেশ আম্বানির কোম্পানি। থাকছে গোটা দেশে বিনামূল্যে ভয়েস কল, টিভি ভিডিও কলিং, লো লেটেন্সি গেমিং, ভিআর কনটেন্ট একটি রাউটার ও একটি সেট টপ বক্স। যদিও জিও গিগাফাইবার কানেকশনের সবথেকে অনন্য ফিচার 'ফার্স্ট ডে ফার্স্ট শো’ সিনেমা দেখার সুযোগ।
৬৯৯ টাকা থেকে জিও ফাইবারের প্ল্যান শুরু হলেও শুধুমাত্র ডায়মন্ড, প্লাটিনাম ও টাইটেনিয়াম প্ল্যানের গ্রাহকরাই মুক্তির দিন ছবি দেখার সুযোগ পাবেন। এই তিন প্ল্যানের দাম যথাক্রমে ২,৪৯৯ টাকা, ৩,৯৯৯ টাকা আর ৮,৪৯৯ টাকা।
জিও ফাইবার ডায়মন্ড প্ল্যান
ডায়মন্ড প্ল্যানে মাসে ২,৪৯৯ টাকা খরচ হবে। ৫০০ এমবিপিএস স্পিডে মাসে ১২৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টি-ভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ডায়মন্ড প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান
প্ল্যাটিনাম প্ল্যানে মাসে ৩,৯৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ২৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টি-ভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন প্ল্যাটিনাম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
জিও ফাইবার টাইটেনিয়াম প্ল্যান
টাইটেনিয়াম প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ৫০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টি-ভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন টাইটেনিয়াম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190