মাত্র এক মিনিটে কী হয় ইন্টারনেটে? জানলে অবাক হবেন

By Gizbot Bureau
|

মাত্রে এক মিনিটে কী হয় ইন্টারনেটে? অনেকেরই এই কৌতুহল রয়েছে। সেই কৌতুহলের উত্তর খুজতেই এই প্রতিবেদন। আপনি যখন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, অথবা ইউটিউবে ভিডিও দেখছেন আপনার সাথে বিশ্বব্যাপী আরও কত মানুষ জনপ্রিয় এই পরিষেবাগুলি ব্যবহার করছেন জানেন? ইন্টারনেটে পাওয়া কিছু রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৯ সালে এক মিনিটে ইন্টারনেটে কী হয়? দেখে নিন।

মাত্র এক মিনিটে কী হয় ইন্টারনেটে? জানলে অবাক হবেন

১। গুগল সার্চ ইন্টারনেটের সুচিপত্রের মতো কাজ করে। প্রতি মিনিটে ৩৮,০০,০০০ সার্চ হয় গুগলে।

২। বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক। প্রতি মিনিটে ১,০০,০০০ মানুষ ফেসবুকে লগ ইন করেন।

৩। প্রতি মিনিটে ইন্টারনেট ব্যবহার করে ১,৮১,০০,০০০ টেক্সট মেসেজ পাঠানো হয়।

৪। ইন্টারনেটে অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। প্রতি মিনিটে বিশ্বব্যাপী ৪,০৫,০০,০০০ ভিডিও দেখা হয়।

৫। অ্যাপ স্টোর আর প্লে স্টোর থেকে প্রতি মিনিটে ৩৯০,০৩০ টি অ্যাপ ডাউনলোড হয়।

৬। প্রতি মিনিটে ইন্সটাগ্রাম থেকে ৩৪৭,২২২ টি ছবি শেয়ার হয়।

৭। ৮৭,৫০০ টি টুইট হয় প্রতি মিনিটে।

৮। অনলাইন শপিং সর্বোকালীন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। প্রতি মিনিটে অনলাইন শপিং করে ৯৯৬,৯৫৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেন মানুষ।

৯। প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ২,০৪,০০,০০০ টি স্ন্যাপ তৈরী হয়।

১০। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ইন্টারনেটে অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এই দুই মেসেজিং সার্ভিস থেকে প্রতি মিনিটে ৪১,০৬,০০,০০০ টি মেসেজ করা হয়।

১১। ইন্টারনেটের জন্মলগ্ন থেকে চলে আসছে ই-মেল পরিষেবা। প্রতি মিনিটে ইন্টারনেট ব্যবহার করে ১৮,৮০,০০,০০০ টি ইমেল করা হয়।

১২। অনলাইন ডেটিং এর অন্যতম জনপ্রিয় সার্ভিস টিন্ডার। সেখানে প্রতি মিনিটে ১৪,০০,০০০ টি সোয়াইপ হয় প্রতি মিনিটে।

Best Mobiles in India

Read more about:
English summary
Things Happen On Internet In Just 60 Seconds

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X