Just In
Don't Miss
অবশেষে অ্যানড্রয়েডে আসছে চার বছরের পুরনো এই আইফোন ফিচার
ইতিমধ্যেই পরবর্তী অ্যানড্রয়েড ভার্সান অ্যানড্রয়েড কিউ এর বিটা ভার্সান রিলিজ করেছে গুগল। বিটা প্রোগ্রামের অধীনে এখন অল্প কিছু গ্রাহক নতুন অ্যানড্রয়েডের বিটা ভার্সান ব্যবহার করতে পারবেন। নতুন রিপোর্ট জানা গিয়েছে অ্যানড্রয়েড কিউ তে চার বছরের পুরনো আইফোন ফিচার পৌঁছাতে চলেছে।
অ্যানড্রয়েড কিউ তে থ্রি ডি টাচের মতো একটি ফিচার নিয়ে আসছে গুগল। আইফোনে থ্রি ডি টাচ যেভাবে কাজ করে একই ভাবে অ্যানড্রয়েড ফোনের এই ফিচার কাজ করবে।
৯টু৫গুগল ওইয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, “নতুন ফিচারে আগের থেকে সহজে অনেক মেনু ব্যবহার করা যাবে।” তবে নতুন এই ফিচার কাজ করতে হার্ডওয়্যার সাপোর্ট বাধ্যতামুলক হবে কী না জানা যায়নি। প্রসঙ্গত আইফোনের থ্রি ডি টাচ ফিচার ডিসপ্লের নীচে থাকা বিশেষ স্তরে কাজ করে। সেই ক্ষেত্রে হার্ডওয়্যার সাপোর্ট বাধ্যতামুলক।
শোনা যাচ্ছে গুগল এর পরবর্তী ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল ৪ ফোনে ডিপ প্রেস ফিচার যোগ করতে চলেছে গুগল। এর ফলে গ্রাহক কত জোরে ডিসপ্লের উপরে চাপ দিচ্ছেন তা বুঝতে পারবে স্মার্টফোনের প্রসেসার। চাপের জোরের উপর নির্ভর করে বিভিন্ন ফিচার দেখাবে নতুন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।
তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছাড়াও শিঘ্রই বাজারে আসছে গুগল এর মিডরেঞ্জ স্মার্টফোন গুগল পিক্সেল ৩এ। এই প্রথম মিডিরেঞ্জ সেগমেন্টে কোন পিক্সেল ডিভাইস লঞ্চ করতে চলেছে ক্যালিফোর্নিয়ার সার্চ ইঞ্জিন জায়েন্ট। একাধিক রিপোর্টে জানা গিয়েছে গত বছর লঞ্চ হওয়া গুগল পিক্সেল ৩ ফোনে কিছু কাট-ছাঁট করে লঞ্চ হবে নতুন গুগল পিক্সেল ৩এ। নতুন এই ফোন ইতিমধ্যেই বাজারে থাকা ওয়ানপ্লাস ৬টি ও স্যামসাং গ্যালাক্সি এস১০ই ফোনের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190