হাপানির কষ্টের হাত থেকে রেহাই দেবে মোবাইল অ্যাপ

By Gizbot Bureau
|

এবার শ্বাসকষ্টের হাত থেকে রেহাই দেবে মোবাইল অ্যাপ। সম্প্রতি এক গবেষণায় এই কথা জানানো হয়েছে। মোবাইল অ্যাপ এর মধ্যেই রোগীর ফুস্ফুস কেম্ন কাজ করছে সেই তথ্য সঞ্চিত থাকবে। সেই তথ্য দেখে ডাক্তারের পরার্মশ মতো দাওয়াই দিতে পারবে এই অ্যাপ।

হাপানির কষ্টের হাত থেকে রেহাই দেবে মোবাইল অ্যাপ

অনিয়ন্ত্রিত হাঁপানি রুগীদের ঘন ঘন শ্বাসকষ্টের সমস্যা হয়। ভুল চিকিৎসা ও অসুধ খাওয়ার জন্য এই সমস্যা অনেক সময় বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়। নতুন এই অ্যাপ সেই সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে।

ক্যারোলিন্সকা ইন্সটিটিউটে এক গবেষণাপত্রে জানানো হয়েছে ফুসফুস কেমন কাজ করছে আর রুগীর বিভিন্ন সমস্যার কথা জেনে অ্যালগোরিদমের মাধ্যমে রুগীকে কী করতে হবে তা জানিয়ে দেবে এই অ্যাপ।

ফুসফুসের কার্যকারীতা মাপতে ওয়্যারলেস স্পিরোমিটার এর সাথে কানেক্ট করবে এই অ্যাপ। ফুসফুসের যে কোন সমস্যা খুব সহজেই বুজে নিতে পারবে। এর পরে শুরু হবে চিকিৎসা। সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে এই কথা জানানো হয়েছে।

'অ্যাসমাটিউনার’ নামের এই সিস্টেম ফুসফুসের কার্যকারীতা মেপে হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

কোন ইনহেলার ব্যবহার করতে হবে তার একটি ছবি রোগীর কাছে পৌঁছে যাবে। কীভাবে সেই ইনহেলার ব্যবহার করতে হবে সেই নির্দেশ দিয়ে দেবে এই অ্যাপ। ডোজ বাড়লে বা কমলে তা রুগীকে জানিয়ে দেবে এই অ্যাপ।

স্মার্টফোনে এই অ্যাপ ইন্সটল করা যাবে। এর পরে 'অ্যাসমাটিউনার’ এর সাথে ক্লানেক্ট করা হবে একটি ওয়্যারলেস স্পিরোমিটার।

মোট ৭৭ জন অনিয়ন্ত্রিত হাঁপানি রূগীর উপরে ইতিমধ্যেই এই অ্যাপ ব্যবহার করে পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে অর্ধেক শিশু।

এই অ্যাপ ব্যবহার করে হাপানি রুগীদের সমস্যা অনেকটা কমেছে। প্রাপ্তবয়স্ক রুগীরা অন্তত এক স্পতাহ এই অ্যাপ ব্যবহার করার পরেই কখন ও কীভাবে অসুধ নিতে হবে মনে রাখতে পেরেছেন।

Best Mobiles in India

Read more about:
English summary
This App Will Help Asthma Patients To Manage Uncontrolled Asthma

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X