এবার জিওর থেকেও বেশি ডাটা দিচ্ছে বিএসএনএল

|

সম্প্রতি পোস্টপেডে সারা বছরের প্ল্যানের পর এবার কোম্পানির প্রিপেড গ্রাহকদের জন্য সারা বছরের প্ল্যান নিয়ে হাজির হল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। জিও, এয়াড়তেল ও ভোডাফোনকে ঘায়েল করতে বাজারে নতুন এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল।

এবার জিওর থেকেও বেশি ডাটা দিচ্ছে বিএসএনএল

১৬৯৯ টাকা ও ২০৯৯ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। এই প্ল্যানে থাকবে আনলিমিটেড ভয়েস কল, Sms আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ। ১৬৯৯ টাকার প্ল্যানে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল, Sms আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ। ১৬৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।

জিওর ১৬৯৯ টাকার সাথে সরাসরি প্রতিযোগিয়াতার সম্মুখীন হবে বিএসএনএল ১৬৯৯ টাকার প্ল্যান। আনলিমিটেড ভয়েস কল ও দিনে ১০০ টি SMS এর সাথেই জিও গ্রাহকরা ১৬৯৯ টাকার প্ল্যানে দিনে 1.5 GB ডাটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ ১৬৯৯ টাকার জিও দিচ্ছে 547GB ডাটা যেখানে বিএসএনএল একই টাকায় এক বছরে 730GB ডাটা দিচ্ছে।

২০৯৯ টাকায় বিএসএনএল গ্রাহকরা দিনে 4GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 80kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল, Sms আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ।

আগামী ২৯ অক্টোবর থেকে আনলিমিটেড ভয়েস কল, Sms আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ। আগামী ২৯ অক্টোবর থেকে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা ১৬৯৯ টাকা ও ২০৯৯ টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন। বিএসএনএল প্ল্যানের উত্তরে জিও নতুন কোন প্ল্যান লঞ্চ করে কী না তা দেখার অপেক্ষায় বসে আছেন টেক বিশেষজ্ঞরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Under Rs 1,699 plan, BSNL offers 2GB data per day with unlimited local and STD calling, 100 SMS and personalised ring tone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X