বায়ু থেকে খাবার জল সংগ্রহ করবে যন্ত্র

|

সম্প্রতি একটি নতুন যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। নতুন এই ডিভাইস বাতাস থেকে জল সংগ্রহ করতে পারবে। পরে সূর্যের তাপে তা আবার বাতাসে ছেড়ে দিতে পারবে।

 
বায়ু থেকে খাবার জল সংগ্রহ করবে যন্ত্র

বিজ্ঞানীরা জানিয়েছেন যে সব প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের অভাব চরমে সেই সব এলাকায় দারুন সফল হবে নতুন এই যন্ত্র।

সারা পৃথিবীর বাতাসে মোট ১৩ ট্রিলিয়ান টন জল রয়েছে। এই জল খুব সহজের স্বচ্ছ পানীয় জল হসাবে ব্যবহার করা যাবে।

 

এর আগে একাধিক উপায়ে জল সংগ্রহ করার কাজ হলেও সবকটি খুব খরচ সাপেক্ষ ছিল।

সম্প্রতি সৌদি আরবের কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা নতুন এই ডিভাইস তৈরী করেছেন।

লবন সবসময় চারপাশের বাতাস থেকে আদ্রতা সংগ্রহ করে তাকে জলে পরিণত করে বলে জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী। এই যন্ত্রে লবণ ব্যবহার করে বাতাসের আদ্রতাকে জলে পরিণত করা হবে বলে জানিয়েছেন তিনি।

ক্যালশিয়াম ক্লোরাইড বাতাসের আদ্রতাকে জলে পরিণত করতে পারে। “তবে এই জল থেকে লবন সরাতে আমাদের বেগ পেতে হয়েছে।” বলে জানিয়েছেন এই গবভেষণা দলের বিজ্ঞানীরা।

এই সমস্যা থেকে মুক্তি পেতে এই যন্ত্রে হাইড্রোজেল ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। যা ক্যালশিয়াম ক্লোরাইডকে সলিড থাকতে সাহায্য করেছে। এছাড়াও এই যন্ত্রে ব্যবহার হয়েছে ছোট কার্বোন টিউব।

60 শতাংশ আদ্রতায় ৩৫ গ্রামের একটি যন্ত্র এক রাতে বাতাস থেকে ৩৭ গ্রাম জল সংগ্রহ করেছে। পরের দিন সূর্য উঠলে এই জল আবার বাতাসে ফিরে গিয়েছে। কম খরচে ভালো পারফর্ম করার জন্য নাম রয়েছে হাইড্রো জেলের। তাই এই ডিভাইসে হাইড্রো জেল ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। তবে এখনও এই ডিভাইস বাণিজ্যিকভাবে তৈরীর পরিকল্পনা হয়নি।

Best Mobiles in India

Read more about:
English summary
Scientists have developed a simple device that can capture water from thin air

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X