এবার চিকেন বাকেট হাতে আপনার সাথে ঘুরে বেড়াবে কেএফসি রোবট

|

সম্প্রতি মুম্বাইয়ের একটি টেক কোম্পানি টেকনোরোবটিক্স এর সাথে হাত মিলিয়ে সারা দেশে বিভিন্ন শহরের একাধিক আউটলেটে নতুন রোবট নিয়ে আসছে ফাস্টফুড চেন কেএফসি। এই রোবট আপনার সাথে দোকানের মধ্যে ঘুরে বেড়াবে। আপনার চিকেন বাকেট, পপকর্ন ও ড্রিংস নিয়ে ঘুরে বেড়াবে রোবটটি। 'কেএফসি বাকেট বেই’ নামের এই রোবটে রয়েছে একাধিক সেন্সর।

এবার চিকেন বাকেট হাতে আপনার সাথে ঘুরে বেড়াবে কেএফসি রোবট

আপনার কেনা খাবার নিয়ে আপনার সাথেই চলতে থাকবে এই রোবট। রোবটের তলায় রয়েছে কয়েকটি চাকা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মার্কেটিং ক্যাম্পেইন হিসাবে এই রোবট সামনে এনেছে জনপ্রিয় ফাস্ট ফুড চেইন। সারা দেশে একাধিক জনপ্রিয় আউটলেটে ভ্যালেন্টাইন্স ডে এর সময় এই রোবট দেখা যাবে।

আপাতত এই রোবট বিক্রি করবে না কোম্পানি। তবে আপনি যদি ভ্যালেন্টাইন্স ডে তে নিতান্তই এই রোবটের প্রেমে পড়ে যান তাহলে 'কেএফসি বাকেট বেই’ কে বাড়ি নিয়ে যাওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। ৫ জন ভাগ্যবান গ্রাহককে এই রোবট বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে কোম্পানি। এই জন্য আপনাকে কোম্পানির ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ভালোবাসা জানাতে হবে। কোম্পানি জানিয়েছে, “আপনি এই রোবটের মন জয় করতে পারলে, তা আপনার। ”

উল্লেখযোগ্যভাবে এই রোবটের সাথে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার। এই স্পিকার ব্যবহার করে স্মার্ট ফোন ও অন্যান্য ডিভাইস থেকে গান চালানো যাবে। ছেলে ও মেয়ে দুই ধরনের কণ্ঠস্বর এই কথা বলতে ওস্তাদ এই বট। তবে কেএফসি চিকেন নিয়ে কথা বলতেই ভালোবাসে রোবট। স্মার্টফোনে নিজের কণ্ঠস্বর রেকর্ড করে তা রোবটের ব্লুটুথ স্পিকার এর মাধ্যমে চালানো সম্ভব।

গত বছর গ্রাহকের মন জয় করতে লঞ্চ হয়েছিল কেএফসি দ্রোন। সেই সময় গ্রাহকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল উড়ন্ত চিকেন। এবার নতুন রোবট ভ্যালেন্টাইন্স ডে এর সময় নিঃসন্দেহে গ্রাহকের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানি।

Best Mobiles in India

Read more about:
English summary
This KFC robot will carry chicken bucket, drink and walk around with you

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X