Just In
এই ফোনগুলিতে আর আপডেট পাঠাবে না শাওমি
সম্প্রতি শাওমি জানিয়েছে তুলনামুলক পুরনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠানো হবে না। এই তালিকায় রয়েছে ২০১৮ সালে লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোন। শিঘ্রই বেশিরভাগ শাওমি ফোনে পৌঁছে যাবে MIUI 11 স্কিন। কোম্পানির বেশিরাওভাগ ফোনে এই আপডেট পৌঁছালেও এই তালিকায় থাকা ফোনগুলি এই আপডেট পাবে না। কোম্পানির সিদ্ধান্তে এই ১০ টি শাওমি ফোনে আর কোন আপডেট পৌঁছাবে না।

১। শাওমি রেডমি ৬
২। শাওমি রেডমি ৬এ
৩। শাওমি রেডমি ওয়াই ২
৪। শাওমি রেডমি ৪
৫। শাওমি রেডমি ৪এ
৬। শাওমি রেডমি নোট ৪
৭। শাওমি রেডমি ৩এস
৮। শাওমি রেডমি ৩এক্স
৯। শাওমি রেডমি নোট ৩
১০। শাওমি রেডমি প্রো
এর মধ্যে অনেকগুলি ফোন ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হয়েছিল। এর মধ্যে অন্যতম রেডমি ৬ ও রেডমি ৬এ এর মতো ফোনগুলি। লঞ্চের এক বছরের মধ্যে এই ফোনগুলিতে আপডেট পাঠানো বন্ধের সিদ্ধানের জন্য অবার হয়েছেন অনেকেই। তবে এই তালিকায় যেমন রয়েছে ২০১৮ সালে লঞ্চ হয়া একাধিক ফোন তেমনই রয়েছে রেডমি প্রো ও রেডমি নোট ৩ এর মতো বেশ কয়েক বছর আগে লঞ্চ হওয়া শাওমি স্মার্টফোনগুলি।
এছাড়াও রেডমি ওয়াই ২ ফোনে আপডেট পাঠানো বন্ধের কথা জানিয়েছে শাওমি। রেডমি ওয়াই সিরিজের ফোঙ্গুলি দারুন সেলফি ক্যামেরার জন্য বিখ্যাত। শিঘ্রই বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান রেডমি ওয়াই ৩। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রেডমি ওয়াই ৩ প্রসঙ্গে একের পর এক টিজার প্রকাশ করেছিলের শাওমি প্রধান মনু কুমার জৈন। সেই টিজারে এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবরে শিলমোহর দিয়েছিলেন তিনি।
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছাড়াও রেডমি ওয়াই ৩ ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকতে পারে। সাথে থাকতে পারে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এই ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন চিপসেট। এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন।
রেডমি ওয়াই ২ ফোনে 3,020 mAh ব্যাটারি ব্যবহার করেছিল শাওমি। শোনা যাচ্ছে রেডমি ওয়াই ৩ ফোনে 4,000 mAh ব্যাটারি থাকবে। থাকবে একটি ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470