বিশ্বব্যাপী সবথেকে বেশি ডাউনলোড হয়েছে এই গেম

By Gizbot Bureau
|

বিশ্বব্যাপী জনপ্রিয় অসংখ্য গেম। এর মধ্যে যে গেমগুলি সবথেকে বেশি জনপ্রিয় সেই গেমের নাম শুধুমাত্র গেমাররা নয়, নন গেমারদেরও মুখস্থ। এই ধরনের কয়েকটি বিপুল জনপ্রিয় গেম হল কল অফ ডিউটি, জি টি এ, মেডেল অফ অনার, কাউন্টার স্ট্রাইক প্রমুখ। এর মধ্যে বিশ্বব্যাপী সবথেকে বেশি বিক্রি হয়েছে কোন গেম? দেখে নিন।

 
বিশ্বব্যাপী সবথেকে বেশি ডাউনলোড হয়েছে এই গেম

উল্লেখযোগ্যভাবে উপরের কোন গেমই বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া গেমের তালিকায় নেই। এই মুহুর্তে সবথেকে বেশি ডাউনলোড করা গেমের তালিকায় রয়েছে মাইনক্রাফট। ২০১১ সালে সুইডেনের গেম ডেভেলপার মোজাং এই গেম তৈরী করেছিলেন। লঞ্চের পরেই ক্রমশ জনপ্রিয় হতে শুরু করায় ২০১৪ সামে মাইনক্রাফট কিনে নিয়েছিল মাইক্রোসফট।

সম্প্রতি লঞ্চের দশ বছর পূর্ণ করেছে মাইনক্রাফট। বিশ্বব্যাপী ১৭.৬ কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম। যা এই গেমকে সর্বকালের সবথেকে বেশিবার ডাউনলোড হওয়া গেমের তকমা দিতে পারে।

 

এর আগে জি টি এ ৫, প্রথম গেম হিসাবে ১০ কোটি ডাউনলোডের গন্ডী ছাড়িয়েছিল। বিশ্বব্যাপী ১১ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে এই গেম। তবে এই তথ্যের কোন সঠিক প্রমাণ মেলেনি। এই প্রথম কোন গেম ডেভেলপার নিজের গেম ডাউনলোডের সংখ্যা প্রকাশ করলেন। এর ফলে এক নম্বরে রয়ে গেল মোজাং এর মাইনক্রাফট।

মাইনক্রাফট গেমে থ্রি ডি ব্লক ব্যবহার করে ঘর, বাড়ি, তৈরী করা যায়। একাধিক মোড এ খেলা যায় মাইনক্রাফট। সার্ভাইভাল মোড, অয়াডভেঞ্চার মোড, হার্ডকোর মোড এর মতো মোডগুলি খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয়। তাই এখনও নিজে খেলে না থাকলে এখনই ডাউনলোড করে খেলতে শুরু করতে পারেন বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয় এই গেম। মাইনক্রাফট খেলার অভিজ্ঞতা কমেন্ট করে জানান আমাদের।

Best Mobiles in India

Read more about:
English summary
This may be the highest selling game of all time

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X