Just In
Don't Miss
পাবজি বা ফোর্টনাইট নয়, এটাই গুগলের ‘গেম অফ দ্য ইয়ার’
সাধারন জ্ঞান পরীক্ষার জন্য নতুন মজাদার উপায় নিয়ে এল গুগল। জনপ্রিয় সার্চের উপরে নির্ভর করে গেম বছরের সেরা গেম অনুমান করতে দিচ্ছে গুগল। এটি একটি কুইজ গেম ছাড়া আর কিছুই না।
এই গেমের শুরুতেই আপনার নাম ও ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইবে গুগল। এর পরে আপন্মাকে ২০১৮ সালে সার্চ ট্রেন্ডের উপরে নির্ভর করে একের পর এক প্রশ্ন জানতে চাইবে সার্চ ইঞ্জিন জায়েন্ট। সব প্রশ্নের সাথেই দুটি অথবা তিনটি প্রশ্নের উত্তরের অপশান থাকবে। এই গেমে মোট তিনবার ভুল উত্তর দিতে পারবেন প্রতিযোগী। স্ক্রিনে বাঁ দিকে উপরে হার্ট সাইনের মাধ্যমে কয়টি লাইফ রয়েছে তা জানা যাবে। এছাড়াও যত তাড়াতাড়ি উত্তর দেবেন একই প্রশ্নের জন্য তত বেশি নম্বর পাবেন। বোনাস লেভেলে গুগল আপনাকে একাধিক কার্ড দেবে এই কার্ড ডানদিকে অথবা বাঁ দিকে সোয়াইপ করে জানাতে পারবেন সেই টপিক ২০১৮ সালে ট্রেন্ডিং ছিল কী না। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ২০ পয়েন্ট পাবেন।
গেম শেষ হয়ে গেলে মোট কত পায়েন্ট পেলেন তা জানাবে গুগল। একই সাথে সেই পয়েন্ট ফেসবুক ও টুইটারে শেয়ার করার অপশান রেখেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট।
সম্প্রতি ২০১৮ সালে সবথেকে বেশি সার্চ হওয়া কি-ওয়ার্ডের তালিকা প্রকাশ করেছিল গুগল। মুলত এই তালিকা থেকেই সব প্রশ্ন করা হবে। খবর, খেলা, রাজনীতি, মিডিয়া ও এনটারটেকমেন্ট বিভাবে সেরা সার্চের তালিকা প্রকাশ করেছিল গুগল। ২০১৮ সাথে ভারতে এই শবগুলি সবথেকে বেশি সার্চ হয়েছিল।
- ফিফা বিশ্বকাপ ২০১৮
- লাইভ স্কোর
- আইপিএল ২০১৮
- কার্ণাটক ভোটের ফল
- বাল ভির
- বিগ বস
- রোবোট
- এশিয়া কাপ ২০১৮
- মোটু পাল্টু
- এশিয়ান গেমস ২০১৮
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190