শিঘ্রই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে টিকটক

By Gizbot Bureau
|

অ্যাপ থেকে লাভ করার জন্য শিঘ্রই গ্রাহকদের বিজ্ঞাপন দেখাবে টিকটক। সম্প্রতি এই পরিকল্পনা শুরু করেছে টিকটক এর পেরেন্ট কোম্পানি বাইটড্যান্স। এতদিন টিকটক অ্যাপ এ গানের সাথে ছোট ভিডিও তৈরী যেত। এবার তার সাথেই শুরু হচ্ছে আরও কয়েকটি পরিষেবা।

শিঘ্রই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে টিকটক

সম্প্রতি ১৫ সেকেন্ডে গ্রাহকের ভিডিও তৈরী শুরু করার জন্য মাইটিকটক স্টোরি শুরু করেছিল টিকটক। সেখানে রান্না, ডিআইওয়াই, খেলা, পটারি, নাচ ও গানের ভিডিও পোস্ট করেছিলেন গ্রাহকরা। সেখান থেকে ৫০০ জনকে পছন্দ করে মুম্বাইতে এক ইভেন্টে আমন্ত্রণ করেছিল টিকটক। এর ফলে আরও বেশি গ্রাহক টিকটক ব্যবহার শুরু করবেন বলেই মনে করছে চিনের কোম্পানি বাইটড্যান্স।

শিঘ্রই টিকটক অ্যাপ এর মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে। ২০১১ সালে একই ভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল ইউটিউব। ইতিমধ্যেই ইউটিউবের বিজ্ঞাপন মডেল বিশ্বব্যাপী সুপারহিট হয়েছে। ইউটিউব বিজ্ঞাপনের বেশিভাগ অংশ ক্রিয়েটারকে দেওয়া হয়। অর্থাৎ ভিডিও তৈরী করে ইউটিউবে রোজগার করা সম্ভব। ইতিমধ্যেই বিশ্বব্যাপী বহু মানুষ ইউটিউবে ভিডিও তৈরী করে কোটি কোটি টাকা রোজগার কছেন। এবার একই পথে হাঁটতে চলেছে টিকটক।

বাইটড্যান্স জানিয়েছে ইতিমধ্যেই ভারতে ২০ কোটি গ্রাহক টিকটক ব্যবহার করেন। এর মধ্যে ১২ কোটি গ্রাহক নিয়মিত এই অ্যাপ ব্যবহার করেন। ইতিমধ্যেই টিকটকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একগুচ্ছ প্রিমিয়াম ব্র্যান্ডের লাইন পরে গিয়েছে।

ইতিমধ্যেই ভারতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে টিকটক। এবার স্মার্টফোন আনার পরিকল্পনা করছে চিনের কোম্পানিটি। টিকটক এর মালিক বাইটডান্স এতদিন শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস ব্যবসা করত। স্মার্টফোন লঞ্চ করে হার্ডওয়্যার দুনিয়ায় প্রবেশ করতে চলেছে চিনের কোম্পানিটি।

সম্প্রতি গোটা ভারতে টিকটক নিষিদ্ধ করেছিল মাদ্রাজ হাই কোর্ট। এর ফলে বেশ কয়েক সপ্তাহ ভারতে টিকটক ডাউনলোড করা যায়নি। তবে শর্ত সাপেক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আদালত।

Best Mobiles in India

Read more about:
English summary
TikTok To Target Advertisers To Increase Revenue

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X