অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে এই কাজগুলি অবশ্যই করুন

By Gizbot Bureau
|

বিশ্বের জনপ্রিয়তম মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। বিশ্বব্যাপী বিপুল পরিমাণ মানুষ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন বলেই হ্যাকারদের পছন্দের অপারেটিং সিস্টেম এটাই।তাই দিন দিন ফোনের সুরক্ষা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখে নিন অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে কী কী করবেন?

অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে এই কাজগুলি অবশ্যই করুন

অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

নিয়মিত ফোন পরীক্ষা করুন। ফোনে এমন অনেক অ্যাপ থাকে যেগুলি আপনি কখনই ব্যবহার করেন না। এই অ্যাপগুলি আন ইনস্টল করুন। এর মধ্যে অনেক অ্যাপ ফোনে বসে থেকে ব্যাকগ্রাউন্ডে নিজের সার্ভারে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করতে থাকে। তাই যে অ্যাপ আপনি নিয়মিত ব্যবহার করেন না সেই সব অ্যাপ ফোন থেকে সরিয়ে দিন।

পার্মিশন ম্যানেজার

প্রত্যেক অ্যাপ ফোনের কিছু তথ্য ব্যবহারের পার্মিশন চায়। প্রত্যেক অ্যাপের পার্মিশন সেটিংস থেকে দেখে নিন। কোন অ্যাপ অপ্রয়োজনীয় পার্মিশন চাইলে সেই পার্মিশন বন্ধ করুন। সমস্যা না থাকলে প্রয়োজনীয় পার্মিশন চাওয়া সব অ্যাপ ডিলিট করে দিন। যেমন ধরুন কোন ফাইল এক্সপ্লোরার অ্যাপ যদি আপনার ফোনের ক্যামেরা অ্যাকসেস চায় তবে বুঝবেন সেখানে কিছু সমস্যা রয়েছে।

শুধুমাত্র প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন

শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যানড্রয়েড অ্যাপ ইনস্টল করুন। অন্য কোন থার্ড পার্টি স্টোর অথবা ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করবেন না।

আননোন অ্যাপ ইনস্টল বন্ধ করুন

সেটিংস থেকে "ইনস্টল আননোন অ্যাপ" অপশন বন্ধ করে দিন। এর ফলে ফোনে কোন এপিকে ফাইল ইনস্টল করা যাবে না। এর ফলে ফোন অ্যাপ চাইলেও ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হতে পারবে না।

ফাইন্ড মাই ডিভাইস

ফোন চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে ব্যবহার করুন ফাইন্ড মাই ডিভাইস। খুব সহজেই ফোন হাইয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে।

টু ফ্যাক্টর অথেনটিকেশন

গুগল ও অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।

প্রয়োজন ছাড়া ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন

প্রয়োজন না হলে ফোনের ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ করে রাখুন। সুরক্ষা ছাড়াও ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে এই অভ্যাস।

Best Mobiles in India

Read more about:
English summary
Tips To Make Your Android Smartphone More Safe And Secure: Step By Step Guide

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X