Redmi Note 5 Pro কে চ্যালেঞ্জ জানাতে আগস্ট মাসে ভারতে আসছে Nokia 6.1 Plus

By GizBot Bureau
|

মে মাসে চিনে Nokia X6ফোনটি লঞ্চ করেছিল HMD Global। এই প্রথম কোম্পানির ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গিয়েছিল। এবার চিনের বাইরেও Nokia X6 লঞ্চের খবর পাওয়া গেল। তবে চিনের বাইরে এই ফোনের নাম হবে Nokia 6.1 Plus। 19 জুলাই চিনের বাইরে প্রথম এই ফোন লঞ্চ হরা হবে। তবে ভারতে এই ফোন আগস্ট মাসে লঞ্চ হবে বলে এক রিপোর্টে জানা গিয়েছে।

আগস্ট মাসে ভারতে আসছে Nokia 6.1 Plus

নোকিয়াপাওয়ারিউজার এক রিপোর্টে জানিয়েছে ভারতে শিঘ্রই Nokia X6 লঞ্চ হবে। তবে ঠিক কবে এই ফোন ভারতে আসবে তা জানানো হয়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে আগস্ট মাসের আগে ভারতে Nokia 6.1 Plus লঞ্চ হবে না। তবে আগস্টে লঞ্চ হলেও সেপ্টেম্বরে ভারতে Nokia 6.1 Plus বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে।

আগে ভারতের সাপোর্ট পেজে Nokia X6ফোনের ইউজার গাইড দেখা গিয়েছিল। তখনই অনেকে মনে করেছিলেন শিঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হবে। এর সাথেই চিনের বাজারে Nokia X5 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে HMD Global।

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসার সাথে থাকবে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে একটি বিশেষ ফিচারের মাধ্যমে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে একসাথে ছবি তোলা যাবে। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। কুইক রার্চ ৩.০ টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia X6 or Nokia 6.1 Plus launch in India could take place in August-September time period, claims a new report

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X