যে কোন লেখাকে সহজে ভিডিওতে পরিণত করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং মানব সভ্যতা কে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রায় সব ধরনের শিল্পে বিপ্লব নিয়ে আসছে এই প্রযুক্তি। এই প্রতিবেদনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে টেক্সট টু ভিডিও এর সেরা কয়েকটি সফটওয়্যার চোখ বুলিয়ে নেব।

Lumen5

Lumen5

যে কোন ব্যক্তি এই সফটওয়্যার ব্যবহার করে সহজেই ভিডিও তৈরি করতে পারবেন। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ভিডিও। এই কাজের জন্য প্রফেশনাল হওয়ার প্রয়োজন নেই। বিনামূল্যে ৪৮০পি রেজুলেশনের ভিডিও তৈরি করা যাবে। হাই ডেফিনেশন ভিডিও তৈরীর জন্য মাসে 50 ডলার খরচ করতে হবে। ব্যবসায়ীরা সহজেই মাসে 149 ডলার খরচ করে ফুল এইচডি ভিডিও তৈরি করতে পারবেন। যে কোনো প্রতিবেদন নিজে থেকে পড়ে তা বুঝে একটি ভিডিও তৈরি করে দিতে পারে এই সফটওয়্যার।

GliaCloud

GliaCloud

এটি তাইওয়ানে তৈরি একটি সফটওয়্যার। ডেটা অ্যানালিটিকস ও মেশিন লার্নিং এর উপর ভর করে 2015 সালে লঞ্চ হয়েছিল GliaCloud। যে কোন লেখাকে মেশিন লার্নিং ব্যবহার করে ভিডিও এ পরিণত করে দেবে এই সফটওয়্যার। মাত্র কয়েকটি ধাপে খুব সহজেই এই সফটওয়্যার ব্যবহার করে যেকোনো লেখা থেকে ভিডিও তৈরি করা যাবে।

Wochit

Wochit

তুই কোন লেখাকে ভিডিও তৈরি করতে এক অন্য স্তরে নিয়ে যায় এই সফটওয়্যার। তাই টেক্সট থেকে ভিডিও করতে চাইলে এই অ্যাপ দেখে নিতে পারবেন।

Wibbitz

Wibbitz

2011 সালে তৈরি হয়েছিল এই প্লাটফর্ম। তেল আবিব ও নিউইয়র্ক শহরে যে কোন লেখাকে ছোট ভিডিও তে পরিণত করা এই সফটওয়্যার তৈরি হয়েছিল। ভিডিওর মধ্যে টেক্সট বসানোর জন্য জনপ্রিয় হয় এই সফটওয়্যার। Wibbitz ব্যবহারের জন্য মাসে 500 মার্কিন ডলার খরচ করতে হবে।

Vedia

Vedia

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে যে কোন টেক্সট কে মুহূর্তে প্রফেশনাল ভিডিও তে পরিণত করতে পারে এই সফটওয়্যার। কয়েক ঘন্টার কাজ চুটকিতে সেরে দিতে পারে Vedia।

Best Mobiles in India

Read more about:
English summary
we list down five AI-based text-to-video products that will help any storyteller put forward their best content.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X