নিয়মিত ট্রেনে চড়লে ফোনে রাখুন এই অ্যাপগুলি

|

ভারতে চলাফেরা করার লাইফলাইন অবশ্যই ট্রেন। লোকাল ট্রেন হোক বা রাজধানী এক্সপ্রেস আমরা সকলেই ছোটবেলা থেকেই ট্রেনে চড়ে আসছি। অনেকেই আবার নিয়মিত ট্রেন যাত্রী। কম দামে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ায় ভারতীয় রেলের প্রতিযোগী মেলা ভার। আর তাই ভারতীয় রেলকে ভারতের লাইফলাইন বলেও আক্ষা দেন অনেকেই।

নিয়মিত ট্রেনে চড়লে ফোনে রাখুন এই অ্যাপগুলি

যুগের সাথেই তাল মিনিয়ে এগিয়েছে ভারতীয় রেলের পরিষেবাও। এখন স্মার্টফোনের এক ক্লিকে পেয়ে যাওয়া যায় রেলের প্রায় সব পরিষেবা। আপনি যদি নিয়মিত লোকাল, প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন তবে এই অ্যাপগুলি ব্যাবহার করে দেখতে পারেন আপনার অ্যানড্রয়েডে।

NTES

NTES

এটি রেলের অফিশিয়াল অ্যাপ। এই অ্যাপে আপনি সারা ভারতব্যাপী যে কোন ট্রেন এখন ঠিক কোথায় আছে এবং কত লেটে চলছে তা একদম লাইভ জেনে নিতে পারবেন। এছাড়াও দেখে নিতে পারবেন কোন নির্দিষ্ট স্টেশনের ট্রেনের শিডিউলের লাইভ স্ট্যাটাস। এছাড়াও আপনি দেখতে পারেন যে কোন ট্রেনের শিডিউল ও যেকোন দুই স্টেশনের মধ্যে চলা ট্রেনের ডিটেলস। এছাড়াও ক্যানসেলড ও রিশিডিউলড ট্রেনের লিস্ট ও জানা যায় এই অ্যাপের মাধ্যমে।

IRCTC Rail Connect

IRCTC Rail Connect

এটী IRCTC এর অফিশিয়াল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি ভারতে যে কোন রিজার্ভড টিকিট কাটতে পারবেন এছাড়াও নিজের সিটে বুক করে নিতে পারবেন খাবার। আর ব্যাবহার করতে পারবেন ফ্লাইট বুকিং ও IRCTC টুরিজম বুকিং এর সুবিধা।

Where is my Train : Indian Railway & PNR Status

এই অ্যাপের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন ভারতের যে কোন দুটি স্টেশানের মধ্যে চলা ট্রেনের লিস্ট। এছাড়াও যে কোন ট্রেন সিলেক্ট করে গ্রাফিক ইন্টারফেসে দেখে নিতে পারবেন ট্রেনের লাইভ লোকেশান। এছাড়াও যে কোন ট্রেন নম্বর দিয়ে সেই ট্রেনেই লাইভ লোকেশান জানা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। অন্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য যেকোন স্টেশানের লাইভ শিডিউল ও পিএনআর চেক এর সুবিধা। আপনার ট্রেনের টিকিড় ওয়েট লিস্টেড বা আরএসি থাকলে তা যদি কোনভাবে এগিয়ে থাকে তবে নিজে থেকেই নোটিফিকেশানে জানিয়ে দেবে এই অ্যাপ।

Trainman: Indian Railway PNR Status & Train Running Status

Trainman: Indian Railway PNR Status & Train Running Status

আগের অ্যাপের সব ফিচার রয়েছে এই অ্যাপের মধ্যেও। শুধু এই অ্যাপে আলাদা করে চেক করা যায় যে কোন ট্রেনের টিকিট অ্যাভিলিবিলিটি স্টেটাস। এছাড়াও আপনার টিকিট বুক হয়ে গেলে নিজের বার্থে খাবার অর্ডার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আর আপনার টিকিট যদি ওয়েটলিস্টেড থাকে তবে তার প্রগ্রেস নিয়মিত আপনার নোটিফিকেশানে জানিয়ে দেবে এই অ্যাপ। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনি যেনে নিতে পারেন যেকোন ট্রেনের কোচ পজিশান। এছাড়াও এই অ্যাপে রয়েছে টিকিট বুকিং এর সুবিধাও।

UTS

UTS

লোকাল বা সাবআর্বান ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য তৈরী এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। এর জন্য আপনাকে স্টেশন থেকে বা রেল লাইন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। এর জন্য অন থাকতে হবে ফোনের লোকেশান সার্ভিস। ডেবিট কার্ড বা নেটব্যাঙ্কিং এর মাধ্যমে ওয়ালেট রিচার্জ করে টিকিট কাটা যাবে এই অ্যাপের মাধ্যমে। মাথায় রাখবেন টিকিট কাটার এক ঘন্টার মধ্যে আপনাকে উঠে পড়তে হবে ট্রেনে।

Best Mobiles in India

Read more about:
English summary
Top 5 Apps to use if you are a frequent traveller in Indian Railways. Book tickets, check availability, live tracking of any train, order food and many more features.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X