জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা পাঁচটি স্মার্টফোন

By GizBot Bureau
|

প্রায় প্রতিদিনই বিশ্বের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আর ভারত এখন বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোনের বাজার। তাই সব কোম্পানি তাদের লেটেস্ট মডেল ভারতে লঞ্চ করছে। গ্লোবাল লঞ্চের কয়েক দিনের মধ্যেই ভারতের বাজারে সব লেটেস্ট ফোন চলে আসছে। বাজেট, মিডরেঞ্জ, প্রিমিয়াম সব দামেই এই ফোনগুলি লঞ্চ হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক ২০১৮ সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা পাঁচটি স্মার্টফোন।

Asus Zenfone 5Z

Asus Zenfone 5Z

দাম - ২৯,৯৯৯ টাকা থেকে শুরু

স্পেসিফিকেশান

Asus Zenfone 5Z এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। এর সাথেই ডিসপ্লের উপরে Corning Gorilla Glass এর সুরক্ষা থাকবে।

Asus Zenfone 5Z এর ভিতরে আছে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট। এর সাথেই আছে Adreno 630 GPU, 6GB/8GB RAM আর 64GB/ 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই microSD কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Asus Zenfone 5Z এর ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Zenfone 5Z এ থাকবে একটি ডুইয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার থাকবে। এর সাথেই Asus Zenfone 5Z এর রিয়ার কামেরায় একটি 8MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার করা হয়েছে। Zenfone 5Z এর রিয়ার ক্যামেরায় PDAF লেন্স, অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, রিয়েল টাইম পোট্রেট ও 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। Asus Zenfone 5Z এর সামনে একটি 8 MP সেলফি ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য Zenfone 5Z এ থাকছে 4G LTE, Wi-Fi (2.4GHz / 5GHz), Bluetooth 5.0, Wi-Fi Direct, NFC, USB Type-C ও একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Vivo Nex
 

Vivo Nex

দাম - ৪৪,৯৯০ টাকা

স্পেসিফিকেশান

এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX এ রয়েছে ৬.৫৯ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল। Vivo NEX এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।

Vivo NEX এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

Samsung Galaxy On6

Samsung Galaxy On6

দাম - ১৪,৪৯০ টাকা

স্পেসিফিকেশান

Samsung Galaxy On6 এ ব্যবহার হয়েছে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy On6 এ রয়েছে একটি ৫.৬ ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। Samsung Galaxy On6 এর ভিতরে একটি Exynos 7870 চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও Galaxy On6 এর ভিতরে থাকছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung Galaxy On6 এর পিছনে একটি সিঙ্গের ক্যামেরা থাকছে । Galaxy On6 এর পিছনের এই ক্যামেরাটি 13MP। Galaxy On6 এর পিছনের এই 13MP ক্যামেরার সাথেই ফোনের পিছনে একটি LED ফ্ল্যাশ থাকবে। ফোনের সামনে ফেলফি তোলার জন্য থাকছে একটি 8MP ক্যামেরা। Samsung Galaxy On6 এ ফ্রন্ট ক্যামেরার সাথেও একটি LED ফ্ল্যাশ ব্যবহার হয়েছে। এর মাধ্যমে কম আলোতেও উজ্জ্বল ছবি তোলা সম্ভব হবে।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy On6 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Samsung Galaxy On6 এর ভিতরে থাকবে একটি 3000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারির মাধ্যমে সারাদিনে মাত্র একবার চার্জ দিয়ে Samsung Galaxy On6 ফোন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

Oppo A3s

Oppo A3s

দাম - ১০,৯৯০ টাকা

স্পেসিফিকেশান

Oppo A3s এ রয়েছে ৬.২ ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের সাথেই Oppo A3s তে থাকছে 2.5D কার্ভড গ্লাস।

Oppo A3S এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকছে 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Oppo A3S এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Oppo A3S এ Android 8.1 Oreo এর উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।

Oppo A3S এ রিয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি 13MP ও একটি 2MP সেন্সার। এছাড়াও Oppo A3S এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।

Oppo A3S এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4230 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Oppo A3S এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS।

 

Nokia 3.1

Nokia 3.1

দাম - ১০,৪৯৯ টাকা

স্পেসিফিকেশান

Nokia 3.1 এ থাকবে একটি ৫.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Nokia 3.1এর ভিতরে একটি অক্টা-কোর MediaTek 6750

চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। Nokia 3.1 এ সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। আর Nokia 3.1এর ভিতরে একটি 2990 mAh ব্যাটারি থাকবে। উল্লেখযোগ্য ভাবে Nokia 3.1এ একোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে না।

Nokia 3.1 একটি Android One স্মার্টফোন। এই ফোনে প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে সুরক্ষিত থাকবে আপনা ফোন। এছাড়াও আগামী দুই বছর সব অ্যানড্রয়েড ভার্সান পেয়ে যাবে এই ফোন। কোম্পানি জানিয়েছে Android Q পর্যন্ত এই ফোনে আপডেট পাওয়া যাবে। এর সাথেই Nokia 3.1ার সাথে গ্রাহকরা Google Photos এ আনলিমিটেড হাই কোয়ালিটি ফটো স্টোর করতে পারবেন।


Best Mobiles in India

Read more about:
English summary
Five best phones launched in India during July 2018.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X