হোয়াটসঅ্যাপে শিঘ্রই যোগ হবে সেরা এই ৫টি ফিচার

|

এই বছরের শুরু থেকেই একাধিক নতুন ফিচার লঞ্চ করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক ফিচার যোগ হয়েছে এই অ্যাপে। কিছু ফিচার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্রাহকদের ফোনে। খুব শিঘ্রই আরও অনেক নতুন ফিচার পাবেন গ্রাহকরা। আসুন দেখে নি হোয়াটসঅ্যাপ এর এমন কিছু ফিচার যা খুব জলদি এসে পৌঁছাবে আপনার স্মার্টফোনে।

হোয়াটসঅ্যাপে শিঘ্রই যোগ হবে সেরা এই ৫টি ফিচার

গ্রুপ ভিডিও কলিং

অবশ্যই সব ফিচারের মধ্যে গ্রুপ ভিডিও কলিং নিয়ে গ্রাহকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বছর খানেক আগেই প্রথম ভয়েস ও ভিডিও কলিং এর ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এর পর থেকে কলিং এর উপরেই বেশি জোড় দিয়েছে এই মার্কিং সংস্থাটি। এবার এই নতুন গ্রুপ ভিডিও কলিং ফিচারের মাধ্যমে গ্রাহকরা একসাথে একাধিক ব্যাক্তির সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচিত কিছু গ্রাহকের ফোনে পৌঁছে গিয়েছে এই ফিচার। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সব গ্রাহক পেয়ে যাবেন এই ফিচার।

রেস্ট্রিক্ট গ্রুপ

এই ফিচারে যে কোন গ্রুপের অ্যাডমিনদের দেওয়া হচ্ছে নতুন এক শক্তি। অ্যাডমিন সেটিংস এ গিয়ে তিনি ঠিক করে দিতে পারবেন গ্রুপের কোন সদস্যরা গ্রুপ ইনফো বদল করতে পারবে। অন্য সদস্যরা চ্যাট ও মিডিয়া পোস্ট করতে না পারলেও অ্যাডমিন পোস্ট করতে পারবেন সবকিছু। অন্য সদস্যদের কিছু পোস্ট করতে হলে অ্যাডমিন কে মেসেজ করে তা জানাতে হবে। এরপরে অ্যাডমিন সেই মেসেজ অ্যাপ্রুভ করলে তবেই গ্রুপে পোস্ট হবে।

ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ এ শেয়ারিং

জলদি ফেসবুকে যোগ হবে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ এ সরাসরি শেয়ারের ফিচার। এর মাধ্যমে ফেসবুকের যে কোন পোস্ট এক ক্লিকে সরাসরি শেয়ার করা যাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ফেসবুকের বিটা ইউজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নতুন এই ফিচার। কিছু দিনের মধ্যেই এই ফিচার চলে আসবে ফেসবুকের স্টেবেল ভার্সানেও।

লকড, প্রিভিউ ভয়েস রেকর্ডিং

খুব শিঘ্রই হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে 'লকড রেকর্ডিং এর ফিচার। এর মাধ্যমে লম্বা ভয়েস রেকর্ডিং এর সময় টিপে থাকবে হবে না আপনার ফোনের স্ক্রিন। এছাড়াও রেকর্ডিং শেষ হলে তা পাঠানোর আগে শুনে নিতে পারবেন নিজের রেকর্ড করা শব্দ।

ডাউনলোড হোহাটসঅ্যাপ ডাটা

ইউরোপের প্রাইভেসি আইনের সাথে তাল মেলাতে এই ফিচার যোগ করতে বাধ্য হয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বজায় থাকবে অ্যাপের স্বচ্ছতা। এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউনন্টের সব ডিটেলস ডাউনলোড করে রাখতে পারবেন। এমনকি যদি গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যাবহারে সুরক্ষিত বোধ না করেন তবে স চ্যাটব ও কনট্যাক্ট অন্য ইন্সস্ট্যান্ট মেসেজিং সার্ভিসে পোর্ট করে নিতে পারবেন। যদিও এর মধ্যে পড়বে না কোন মেসেজ বা ফটো। এর জন্য গ্রাহকদের নিজেদের হোয়াটসঅ্যাপ ডাটা মেলে এক্সপোর্ট করতে হবে।

আগামি সপ্তাহের লঞ্চ হবে শাওমির দুর্দান্ত এই ফোনটিআগামি সপ্তাহের লঞ্চ হবে শাওমির দুর্দান্ত এই ফোনটি

Best Mobiles in India

Read more about:
English summary
Here are the top WhatsApp features which are about to be a part of your WhatsApp experience soon.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X